বিজ্ঞাপন

অসমাপ্ত আত্মজীবনী’কে সিনেমা বানাতে চাই

December 12, 2017 | 5:54 pm

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

‘ছায়াফেরী’ নাটকটি প্রচারের পর থেকেই মূলত আলোচনায় আসেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। তার নির্মাণের ধরণ, গল্প বলার বিমূর্ততা দর্শককে আচ্ছন্ন করে রাখে। নাটকে সুন্দর শব্দের বুননে দর্শককে যে গল্প তিনি দেখান- তা নিছক গল্প নয়, যেন অবিরত বলে যাওয়া সার্থক এক কবিতা।

মুক্তিযুদ্ধভিত্তিক কোন সিনেমাটি পরিচালক মাসুদ হাসান উজ্জ্বলের প্রিয়? সারাবাংলার এমন প্রশ্নে জবাবে তিনি নারায়ণ ঘোষ মিতার ‘আলোর মিছিল’, জহির রায়হানের ‘জীবন থেকে নেয়া’, আর হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আগুনের পরশমনি’ এই ছবি তিনটির নাম উল্লেখ করেন। তিনি বলেন, ‘তিনটি ছবিতেই সে সময়ের সমাজ ও রাজনৈতিক বাস্তবতাকে যথাযথভাবে তুলে ধরা হয়েছে।’

সিনেমায় প্রিয় দৃশ্যের বর্ননায় উজ্জ্বল বলেন, ‘আগুনের পরশমনি সিনেমায় শিস বাজাতে বাজাতে আঙুল কেটে দেয়ার দৃশ্যটি আমাকে ভাবায়। এছাড়া পাওয়ার পাম্প উড়িয়ে দেয়ার দৃশ্য, আর শেষ দৃশ্যে আসাদুজ্জামান নূরকে বাঁচিয়ে তোলার চেষ্টা এখনো আমার গায়ে কাঁটা দেয়।’

মুক্তিযুদ্ধের ওপর মনস্তাত্বিক সিনেমা নির্মাণ করতে চান জানিয়ে উজ্জ্বল বলেন, ‘নিজের গল্প থেকেই হয়তো সিনেমাটা করবো। এছাড়া বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটিকেও ফ্রেম বন্দী করার ইচ্ছে রয়েছে আমার।’

বিজ্ঞাপন

সারাবাংলা/টিএস/পিএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন