বিজ্ঞাপন

এজেন্ডায় নেই, তাও মন্ত্রিসভায় উঠছে সড়ক আইন, সর্বোচ্চ সাজা ৫ বছর!

August 5, 2018 | 2:57 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা:  সড়ক দুর্ঘটনায় দোষী সাব্যস্ত হলে যে কোনো চালক সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড পাবে এমন বিধান রেখেই সোমবার মন্ত্রিসভায় উঠছে সড়ক পরিবহন আইন-২০১৮। সরকারের একটি দায়িত্বশীল সূত্র এমনটাই জানাচ্ছে।

এদিকে অপর একটি সূত্র জানাচ্ছে, আইনটি সোমবারের মন্ত্রিসভার আনুষ্ঠানিক এজেন্ডায় নেই।

এ প্রসঙ্গে সারাবাংলার কথা হয়, এলজিআরডি প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙার সঙ্গে। তিনি বলেন, `এজেন্ডায় না থাকলেও আইনটি সোমবার মন্ত্রিসভায় উঠবে এবং সিদ্ধান্ত হবে।’

বিজ্ঞাপন

আইনটি প্রণয়নে ইউরোপ-আমেরিকার নয়, প্রতিবেশি দেশগুলোর আইনের সঙ্গে সামঞ্জস্য রাখা হবে বলেও জানান তিনি।

সড়ক পরিবহন শ্রমিকদের এই নেতা আরও জানান, দুই-এক দিনের মধ্যেই পরিবহন শ্রমিকরা গাড়ি নিয়ে রাস্তায় নামছেন। এতে সড়কে গাড়ি চলাচল স্বাভাবিক হয়ে আসবে। তিনি বলেন, সাধারণ মানুষের পাশাপাশি শ্রমিক-চালকরাও তাদের নিরাপত্তা চাইছে।

রাজধানীর কুর্মিটোলায় গাড়ি চাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনাকে মর্মান্তিক উল্লেখ করে তিনি বলেন, এই ঘটনার বিচার অবশ্যই হতে হবে। চালক ও হেলপারকে এরই মধ্যে গেফতার করা হয়েছে। সকল আইনি প্রক্রিয়ায় তাদের বিচার সম্পন্ন করে সাজা নিশ্চিত করা হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচ/এমএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন