বিজ্ঞাপন

আরাধ্য বৃষ্টি, অরুদ্ধ দিন

August 14, 2018 | 11:01 am

।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর ।। 

বিজ্ঞাপন

শ্রাবণ একদম যাবার বেলা, আজ ৩০ তারিখ। আকাশে এখনও দ্য শ্রাবণ শো চলছে। কালো মেঘ এসে ভরে যায়, আবার সব মেঘ ছাপিয়ে সূর্য উঁকি দেয়। কিন্তু সেই যে শো স্টপার, সেই বৃষ্টিরই কোনো খোঁজ নেই।

গতকালের মতো আজকেও মেঘ আসবে কাটবে আবার আসবে এমন একটা অবস্থা বিরাজ করছে। বৃষ্টি যে আসবে না এমন কথাও কেউ বলছে না। বঙ্গোপসাগরে তো লঘু চাপ সৃষ্টি হয়েই গেছে। ওদিকে আবার মৌসুমী বায়ুও মাঝারি থেকে বেশি সক্রিয় অবস্থায় আছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের প্রায় সব জায়গাতেই আজ বৃষ্টি হবে। কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণও হতে পারে। তবে ঐ সর্বোচ্চ তাপমাত্রাটা ৩৪ ডিগ্রির নিচে নামছে না কিছুতেই।

বিজ্ঞাপন

এরকম একটি দিনে গরম আর বৃষ্টি দুটোই ভোগাবে বোঝা যাচ্ছে। মেঘ সরে-টরে মাঝে মধ্যে এমন অতি বেগুনী রশ্মির বাণ আসবে যে কষ্ট বাড়বে বই কমবে না।

তো দিন যেমনই যাক জীবন তো অরুদ্ধ হতেই হবে। প্রতিদিন একটি অবাধ্য দিন পার করতে পারলে জানবেন, আপনার লক্ষ্যের প্রতি আপনি আরও অপ্রতিরোধ্য হয়ে উঠছে।

তাই সামনে এগিয়ে যান আর জয় করে আনুন মঙ্গলবার দিনটিকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন