বিজ্ঞাপন

শরতের আকাশে শ্রাবণের মেঘ

August 17, 2018 | 9:51 am

।।মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।
ঢাকা:  শরতের আজ ২য় দিন। সেই বৈশাখ থেকে শুরু হওয়া লম্বা বর্ষাকে আচ্ছা বাবা অনেক থেকেছো এবার যাও বলে গতকাল নীল আকাশে সাদা মেঘ ঘুরে বেড়িয়েছে। কিন্তু কিসের কী আজই তো আবার কালো মেঘ আকাশ দখল নিয়ে বসেছে!
যে স্থল নিম্নচাপটি বাংলাদেশের উপরে ছিল সেটা একটু নড়েচড়ে সরে গেছে, ফলে সমুদ্র বন্দরগুলোতে এখন আর সতর্কতা সংকেত দেখানোর প্রয়োজন নেই। তবে মৌসুমি বায়ু হেভি ফর্মে আছে। সকালেই তো এক পশলা ঝিরিঝিরি বৃষ্টি হয়ে গেল।
এখন এই কালো মেঘ আর ধুসর আকাশ কখন ক্ষান্তি দিবে কে জানে! আকাশে তো খুব মেঘ আর বেশ বাড়তি আর্দ্রতা দেখা যাচ্ছে। সব মিলিয়ে একদম যা তা একটা অবস্থা!
বিষয়টা হচ্ছে,  এগুলাই তো হয়, সুন্দর মতো শরতের নীল আকাশে সাদা মেঘ ভেলা ভাসিয়েছিল, এর মধ্যে সব ঢেকে গেলো কালো মেঘে। কেমন মন খারাপ করা বিষয় তাই না?
মাত্র কিছুটা সময় এটাকে সহ্য করে যান, কালো মেঘ কেটে গেলেই শরতের ঝকঝকে আকাশ। সেই সুন্দরে পৌঁছানোর আগে যেন হাল ছেড়ে দিবেন না। তরী তীরে ডুবুক আর মাঝ দরিয়ায়, ফলাফল কিন্তু একই।
সারাবাংলা/এমএ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন