বিজ্ঞাপন

রংপুর-সিলেটের রোমাঞ্চকর জয়, জিতেছে রাজশাহী

October 25, 2018 | 7:43 pm

।। স্পোর্টস ডেস্ক ।।

বিজ্ঞাপন

জাতীয় লিগের ম্যাচে রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে রংপুর ও সিলেট, অন্যদিকে ৮ উইকেটের বড় জয় পেয়েছে রাজশাহী। বৃহস্পতিবার (২৫ অক্টোবর) ম্যাচের চতুর্থদিনে জয় পেয়েছে এই তিন দল।

বৃহস্পতিবার টায়ার ওয়ানের চতুর্থ রাউন্ডের শেষ দিনে খুলনা বিভাগের দেয়া মাত্র ৩৭ রানের লক্ষ্যে মাঠে নেমে ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় রাজশাহী। দলীয় ১১ রানে ব্যক্তিগত ৭ রানে আউট হন ওপেনার মিজানুর রহমান। এরপর দলীয় ১৭ রানে ফেরেন ৬ রান করা সাব্বির রহমান। তবে তৃতীয় উইকেটে ওপেনার মিশুকুর রহমানকে সঙ্গে করে ৬ বলে ১৫ রান করে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন অধিনায়ক জহুরুল ইসলাম। ৭ রানে অপরাজিত ছিলেন মিশুকুর রহমান।

এর আগে প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৩০৯ রান করে খুলনা। জবাবে সব উইকেট হারিয়ে রাজশাহী তোলে ৪৩১ রান। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৫৮ রানেই গুটিয়ে যায় খুলনা। তাতেই ম্যাচ সহজ হয়ে যায় রাজশাহীর। ম্যাচসেরা নির্বাচিত হন দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট পাওয়া ফরহাদ রেজা।

বিজ্ঞাপন

ফরহাদ রেজা

বৃহস্পতিবার টায়ার ওয়ানের চতুর্থ রাউন্ডের শেষ দিনে আরেক ম্যাচে রোমাঞ্চকর জয় পেয়েছে রংপুর বিভাগ। বরিশালের বিপক্ষে ৫ রানের জয় পেয়েছে সাজেদুল ইসমালের দল।

রংপুরের দেয়া ২৩০ রানের জবাবে ব্যাট করতে নেমে আল আমিন (৫২) ও নুরুজ্জামানের (৪৬) ব্যাটে জয়ের কাছে গিয়েও ২২৪ রানে অলআউট হয় বরিশাল বিভাগ।

এর আগে প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ১৪৭ রান তোলে রংপুর। জবাবে ব্যাট করতে নেমে ১৪৭ রানেই গুটিয়ে যায় বরিশালের ইনিংস। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাহমুদুল হাসান (৬৭), সোহরাওয়ার্দী শুভ (৩৫), ধিমান ঘোষ (৩১) ও রাকিন আহমেদের (৩০) ব্যাটে ভর করে সবকটি উইকেট হারিয়ে ২২৯ রান তোলে রংপুর।

বিজ্ঞাপন

ম্যাচসেরা নির্বাচিত হন রংপুরের হয়ে দুই ইনিংসে ৬ উইকেট নেয়া রবিউল হক।

বৃহস্পতিবার টায়ার টু’র চতুর্থ রাউন্ডের শেষ দিনে ঢাকা মেট্রোর বিপক্ষে মাত্র ৩ রানের রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে সিলেট বিভাগ।

দ্বিতীয় ইনিংসে সিলেটের দেয়া ১৯৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৯৩ রানে গুটিয়ে যায় ঢাকার ইনিংস। তাতেই জয় পায় সিলেট।

এর আগে প্রথম ইনিংসে সিলেটের দেয়া ৩১২ রানের বিপরীতে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ৩০০ রান তোলে ঢাকা। এরপর স্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৮৪ রানেই গুটিয়ে যায় সিলেটের ইনিংস। এরপর জয়ের লক্ষ্যে মাঠে নেমে খালেদ আহমেদের বোলিং তোপে জয়ের কাছে গিয়েও ৩ রানে হারে ঢাকা।

বিজ্ঞাপন

খালেদ আহমেদ

ম্যাচসেরা নির্বাচিত হন সিলেটের হয়ে দুই ইনিংসে ১০ উইকেট পাওয়া খালেদ আহমেদ।

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন