বিজ্ঞাপন

‘নৈরাজ্যকারী শ্রমিকদের বিরুদ্ধে ফুটেজ দেখে ব্যবস্থা’

October 30, 2018 | 9:03 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকাস্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ধর্মঘটের নামে যেসব শ্রমিক সাধারণ মানুষদের ওপর নৈরাজ্য করেছে ঘটনাস্থলের ভিডিও ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীর গুলশানে ইয়ুথ ক্লাবে মঙ্গলবার (৩০ অক্টোবর) ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় আলোচনা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শ্রমিকরা ধর্মঘটের নামে সাধারণ মানুষের ওপর নৈরাজ্য করেছে। তারা জঘন্য কাজ করেছে। আমাদের ছোট ছোট ছেলে-মেয়ের গায়ে পোড়া মবিল লেপে দিয়েছে। আমি মনে করি তারা মনুষ্যত্বের পরিচয় দেয়নি। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের নামে মামলা করে আইনানুগ ব্যবস্থা নেব।’

বিজ্ঞাপন

মাদক ব্যবসায় সম্পৃক্ততার অভিযোগে চট্টগ্রাম কারাগারের একজন জেলার আটকের বিষয়ে তিনি বলেন, ‘আপনারা দেখেছেন মাদকের সঙ্গে জড়িত থাকার অপরাধে চট্টগ্রাম জেলারকে গ্রেফতার করা হয়েছে। সুতরাং মাদকের সঙ্গে জড়িত থাকলে সে যেই হোক এমনকি আইনশৃঙ্খলা বাহিনী হলেও রেহাই পাবে না। আমাদের নজর সবার উপরে রয়েছে। যাদেরকে ধরা হয়েছে তারাও গোয়েন্দা বাহিনীর নজরে ছিলেন। অতএব কেউ পার পাওয়ার চিন্তা করে কোনো লাভ হবে না। আইনের আওতায় আনবই।’

নির্বাচনের তফসিলের আগে খালেদার মুক্তি চাই বিএনপি এমন এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এটি আদালতের বিষয়। তার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে সেগুলো বিচারাধীন এবং বিচার চলছে। আজকে দেখেছেন হাইকোর্ট থেকেও যে রায় দিয়েছে সেই রায়েও সাজা বেশি হয়েছে। তাকে মুক্তি দেওয়া না দেওয়া পুরোপুরি আইনের ব্যাপার, কোর্টের ব্যাপার, বিচারকদের ব্যাপার। এখানে আমাদের কোনো হাত নেই।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের দেশ এখন একটা সুন্দর নির্বাচন উপযোগী করা হচ্ছে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সুন্দর নির্বাচন চান। তাই তফসিল ঘোষণার পরে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনের আওতায় চলে যাবে একটি সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করতে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর দক্ষতা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। কাজেই নির্বাচনকে ঘিরে যে কোনো চ্যালেঞ্জ তারা মোকাবেলা করতে সক্ষম। সর্বোপরি এখন দেশের মানুষ কোনো বিশৃঙ্খলা চাই না, কোনো জঙ্গি-সন্ত্রাসকে আশ্রয় প্রশ্রয় দেয় না।’

বিজ্ঞাপন

তাই নির্বাচনকে ঘিরে যে কোনো বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ আইনশৃঙ্খলা বাহিনী করতে সক্ষম বলে জানান তিনি।

এর আগে আওয়ামী লীগের বর্ধিত সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঢাকা মহানগর হলে আওয়ামী লীগের ঘাটি। এ ঘাঁটির দিকে সারা দেশ তাকিয়ে থাকে। আমরা কোনো নির্দেশনা দিলে তারা সে অনুযায়ী কাজ করতে প্রস্তুত থাকে। সুতরাং এ ঘাঁটিকে আরও শক্তিশালী করে আগামী নির্বাচনে আওয়ামী লীগের জয় আনতে এবং নৌকাকে বিজয় করতে আমরা সবাই ঐক্যবদ্ধ।’

এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য একে এম রহমত উল্লাহ ও সাধারণ সম্পাদক মো. সাদেক খান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র জামাল মোস্তফাসহ উত্তর আওয়ামী লীগের নেতারা।

সারাবাংলা/এসএইচ/একে

বিজ্ঞাপন

আরও পড়ুন

গাড়ি বের করার শাস্তি মুখে-শরীরে পোড়া মবিল

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন