বিজ্ঞাপন

কোর্টে ফিরে হারলেন নাদাল

January 10, 2018 | 3:58 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

হাঁটুর চোট কাটিয়ে প্রায় দুই মাস পর কোর্টে ফেরার দিনটা সুখকর হয়নি রাফায়েল নাদালের। মেলবোর্নে কুইয়ং ক্লাসিক প্রদর্শনী টুর্নামেন্টে রিচার্ড গাসকুয়েটের কাছে হেরে গেছেন স্প্যানিয়ার্ড টেনিস সুপারস্টার। নাদালের হারটি ছিল ৬-৪, ৭-৫ সেটের ব্যবধানে।

প্রথম সেটে লড়েছেন নাদাদ। ৪-৪ সমতায় থাকা সেটটি পরে হাতছাড়া করেন। দ্বিতীয় সেটে অবশ্য গাসকুয়েট ৩-০ ব্যবধানে এগিয়ে যান। পরে লড়াইয়ে ফেরার চেষ্টা করেছিলেন নাদাল। তবে শেষ পর‌্যন্ত আর পেরে উঠেননি।

ম্যাচ শেষে নাদাল জানান, ‘এটা অফিসিয়াল ম্যাচ ছিল না, তবে ভালো একটা পরীক্ষা ছিল আমার। অনুশীলনটা ভালোই হয়েছে। এখন আমাকে আগামী কয়েকদিন কঠোর পরিশ্রম করতে হবে, অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতি নিতে হবে।’

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ‘এই ম্যাচে সার্ভ করতে বেশ বেগ পেতে হয়েছে। কিছু কিছু সময় সার্ভ নিয়ে আমি সন্তুষ্ট ছিলাম। কিছু কিছু পয়েন্ট একেবারে সহজেই পেয়েছি। আরও কিছু কাজ করার বাকি আছে। আশা করি মেলবোর্ন ওপেনের আগেই সব কিছু ঠিক হয়ে যাবে।’

মেলবোর্নের গত আসরে রজার ফেদেরারের কাছে শিরোপা হাতছাড়া হয় নাদালের। পাঁচ সেটে গড়িয়েছিল ম্যাচটি।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন