বিজ্ঞাপন

ভোট গণনা শেষ করেই ভোটারদের বাড়ি ফিরতে ফখরুলের অনুরোধ

December 22, 2018 | 6:26 pm

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

নীলফামারী : সরকারি সংস্থা ব্যবহার করে আওয়ামী লীগ নানা অপকৌশল করছে বলে অভিযোগ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এসব করে জনগণকে দমিয়ে রাখা যাবে না বলে অভিমত তার। এরইমধ্যে নৌকা হেরে গেছে বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া সারা দেশে তাদের ৯২ হাজার মামলা আর ২৫ লাখ নেতাকর্মিকে আসামি করে নজির বিহীন ঘটনা ঘটানো হয়েছে বলেও মন্ত্য করেন তিনি।

শনিবার (২২ ডিসেম্বর) নীলফামারি ও দিনাজপুরে নির্বাচনি প্রচারে এসব কথা বলেন মির্জা ফখরুল।

দুপুরে নীলফামারী জেলা শহরের বিমানবন্দর সড়কের অফিসার্স কলোনি ফাইভ স্টার মাঠে আয়োজিত এক জনসভায় বিএনপির এই নেতা বলেন, ‘বাংলার জনগণের জোয়ারে নৌকা ভেসে গেছে। জাতির ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করুন। দেশে গণতন্ত্র থাকবে কি-না, তরুণ-যুবকরা স্বাধীন দেশের নাগরিক হিসেবে এবং মা-বোনেরা মাথা উঁচু করে থাকতে পারবেন কি-না তা নির্ভর করছে আসন্ন নির্বাচনের ওপরেই।’

বিজ্ঞাপন

নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমজাদ হোসেন সরকারের এই নির্বাচনি সভায় মির্জা ফখরুল বলেণ, ‘এই সরকার দীর্ঘ ১০ বছর থেকে সরকারি সংস্থা দ্বারা দেশের মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে। আওয়ামীলীগের পাশে এখন জনগণ নেই, আছে শুধুই সরকারি বাহিনী।’ আইন-শৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী। তাই আওয়ামী লীগের কথায় দেশের নিরপরাধ, নির্দোষ ব্যক্তিদের গ্রেফতার করবেন না।’

ব্যালটের মাধ্যমে ষড়যন্ত্রের জবাব দিতে হবে: সৈয়দপুরে ফখরুল

আগামী ৩০ ডিসেম্বর সকালে ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে ও ভোট গণনা শেষে ধানের শীষের প্রার্থীকে জয়ী করে বাড়ি ফিরতে স্থানীয় ভোটারদের অনুরোধ করেন তিনি।

বিজ্ঞাপন

পরে বিকেলে চিরিরবন্দর উপজেলা ঈদগাহ মাঠে নির্বাচনি পথসভায় জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র বলেন, ‘এ নির্বাচন কমিশন ঠুটো জগন্নাথ, ঢাল নাই, কিছুই করতে পারেনা। কিছু বললে অসহায়ের মতো তাকিয়ে থাকে। তাই এ নির্বাচন কমিশন দিয়ে কখনও সুষ্ঠ নির্বাচন হতে পারেনা।’

উপজেলা বিএনপির সভাপতি মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ সরকার একটা স্বৈরাচার আর ফ্যাসিবাদের পাথর আমাদের বুকে চেপে রেখে আমাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে। মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। তারা রাষ্ট্র যন্ত্র প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। কৃষকদের বলেছে বিনা পয়সায় সার দেবে কিন্তু এ সরকার কি তা দিয়েছে? বরং ৩শ টাকার ইউরিয়া এখন ১২শ টাকায় কিনতে হচ্ছে। ১০ টাকার চাল ৫০ টাকায় কিনতে হচ্ছে। প্রতিটি জিনিসের দাম ৪/৫ গুন বৃদ্ধি পেয়েছে। আর আইনশৃঙ্খলা বাহিনী যেন এখন আওয়ামী লীগের চাকরি করে। নির্বাচনের কোনো পরিবেশ না থাকায় মানুষের মুখে এখন কোন হাসি নাই। নির্বাচনের মাঠই নাই আবার সেথায় মাঠ সমান হবে কিভাবে। আপনাদের অধিকার আদায় করে নিন। ভোট কেন্দ্রে যাবেন ও ভোট গননা শেষে বাড়ি ফিরবেন।’

সভায় দিনাজপুর-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আখতারুজ্জামান মিয়ার হাতে ধানের শীষ তুলে দিয়ে তাকে এ আসন থেকে বিজয়ী করার আহবান জানান মহাসচিব।

সারাবাংলা/এসএমএন

বিজ্ঞাপন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন