বিজ্ঞাপন

ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতার মৃত্যু

March 3, 2019 | 11:55 am

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ময়মনসিংহ: ময়মনসিংহে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে লালু মিয়া নামে একজনের মৃত্যু হয়েছে। পুলিশের দাবি, নিহত লালু একজন চিহ্নিত মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে।

শনিবার (২ মার্চ) রাত দেড়টার দিকে ময়মনসিংহ শহরের কালীবাড়ি পুরাতন গুদারাঘাট বালুরচর এলাকায় এই ঘটনা ঘটে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানায়, গত গভীর রাতে গুদারাঘাট বালুরচরে কিছু মাদক বিক্রেতা মাদক কেনাবেচা করছে বলে তাদের কাছে খবর আসে। এর ভিত্তিতে সেখানে অভিযান চালান তারা। সেখানে মাদক বিক্রেতারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে মাদক বিক্রেতারা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় লালু মিয়াকে ঘটনাস্থলে পড়ে থাকতে দেখা যায়।

বিজ্ঞাপন

দ্রুত তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি। তিনি জানান, ঘটনাস্থল থেকে থেকে ৩০০ ইয়াবা ও বেশকিছু হেরোইন উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে জানিয়েছেন ওসি।

সারাবাংলা/এসএমএন

বিজ্ঞাপন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন