বিজ্ঞাপন

কম্বোডিয়ার চলচ্চিত্র উৎসবে ‘ইতি, তোমারই ঢাকা’

March 10, 2019 | 1:29 pm

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

একের পর এক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে প্রশংসিত হচ্ছে দেশের প্রথম অমনিবাস চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’। এবার কম্বোডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হচ্ছে ছবিটি। গেলো মাসেই ‘ইতি, তোমারই ঢাকা’ ভারতের বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১১তম আসরে প্রতিযোগিতা বিভাগে অংশ নেয়।

খবরটি নিশ্চিত করে ইমপ্রেস টেলিফিল্ম এর কনসালটেন্ট (ফিল্ম) ও নির্মাতা আবু শাহেদ ইমন জানান, ৯ মর্চ থেকে শুরু হয়েছে কম্বোডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। যা চলবে ১৪ মার্চ পর্যন্ত। আর এখানেই ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘ইতি, তোমারই ঢাকা’র দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

কম্বোডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৯ম আসর এটি। যেখানে এবার অংশ নিচ্ছে ৩৭টি দেশের ১৩০টির মতো ছবি। যার মধ্যে আছে স্বল্পদৈর্ঘ্য, ডকুমেন্টারি, অ্যানিমেশন ও ফিচার ফিল্ম।

বিজ্ঞাপন

১০ মার্চ দুপুর ১টায় এবং ১৩ মার্চ রাত ৮টায় উৎসবে দেখানো হবে ‘ইতি, তোমারই ঢাকা’।

দেশের ১১ তরুণ নির্মাতা তৈরি করেছেন ‘ইতি, তোমারই ঢাকা’। তারা হলেন গোলাম কিবরিয়া ফারুকী, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, রাহাত রহমান, রবিউল আলম রবি, সৈয়দ সালেহ আহমেদ সোবহান, সৈয়দ আহমেদ শাওকী, তানিম নূর, তানভীর, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় ও নুহাশ হুমায়ূন।

সারাবাংলা/পিএ/পিএম

বিজ্ঞাপন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন