বিজ্ঞাপন

পাকিস্তানে বিলাসবহুল হোটেলে বন্দুকধারীদের হামলায় ১ জনের মৃত্যু

May 12, 2019 | 9:39 am

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একটি পাঁচতারকা হোটেলে বন্দুকধারীদের হামলায় অন্তত একজনের মৃত্যু হয়েছে। শনিবার (১১ মে) প্রদেশের গুয়াদার শহরের জাভের পার্ল-কন্টিনেনটাল হোটেলে এই হামলা হয়। খবর বিবিসির।

বিজ্ঞাপন

হোটেলটির এক মুখপাত্র জানান, রমজান মাস চলার কারণে হোটেলটিতে কোনো অতিথি ছিল না। এছাড়া কর্মীদের সংখ্যাও কম ছিল।

কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার বিকেল ৪:২০ এর দিকে হোটেলে হামলা চালায় বন্দুকধারীরা। হামলায় এক নিরাপত্তারক্ষী প্রাণ হারান। এর কিছুক্ষণের মধ্যেই নিরাপত্তা বাহিনী হোটেলটিতে প্রবেশ করে। দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। তবে এতে দুই পক্ষের কোনো সদস্য হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী দল বেলুচিস্তান লিবারেশন আর্মি। তারা জানায়, চীনা ও অন্যান্য বিনিয়োগকারীদের হত্যা করতেই এই হামলা চালিয়েছে তারা।
বেলুচিস্তান লিবারেশন আর্মি এক টুইটে বলেছে, চীন ও পাকিস্তানের ওপর এরকম আরও হামলা চালানো হবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বন্দর শহর গুয়াদারে কয়েক হাজার কোটি ডলারের বিনিয়োগ রয়েছে চীনের।

বেলুচিস্তানে চীনা বিনিয়োগের বিরোধী বিচ্ছিন্নতাবাদীরা। তাদের দাবি, এতে স্থানীয় লোকজনের খুব একটা লাভ হবে না।

সারাবাংলা/আরএ

বিজ্ঞাপন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন