বিজ্ঞাপন

গ্রেটদের কাতারে মুশফিক

May 16, 2019 | 3:18 pm

স্পোর্টস ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ানডেতে ৫০০০ রান পূর্ণ করেছেন আরও আগেই। তবে, ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ক্রিকেট ইতিহাসের পঞ্চম উইকেটরক্ষক হিসেবে ওয়ানডেতে ৫০০০ রান পূর্ণ করেছেন মুশফিক।

বিজ্ঞাপন

উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে খেলার বাইরে মুশফিক কিছু ম্যাচে শুধু ব্যাটসম্যান হিসেবেও খেলেছেন। উইকেটের পেছনে অন্য কেউ তার দায়িত্ব পালন করেছিলেন। উইকেটরক্ষক এবং ব্যাটসম্যান হিসেবে মুশফিক সবশেষ ম্যাচে স্পর্শ করেছেন দারুণ এক মাইলফলক। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে পঞ্চম উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে ৫০০০ রানের ক্লাবে যোগ দিয়েছেন এই তিনি।

জাতীয় দলের জার্সি গায়ে মুশফিক খেলেছেন ২০৪টি ওয়ানডে ম্যাচ। এর মাঝে উইকেটরক্ষক হিসেবে খেলেছেন ১৯২টি ম্যাচ। ১৯২টি ম্যাচের ১৭৯ ইনিংসে ৩৩.৭৮ ব্যাটিং গড়ে ৫০০০ রান পূর্ণ করেছেন মুশফিক।

বিজ্ঞাপন

এই তালিকায় শীর্ষে লঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারা। উইকেটরক্ষক এই কিংবদন্তি ৩৬০ ওয়ানডে ম্যাচের ৩৪০ ইনিংসে করেছেন ১৩ হাজার ৩৪১ রান। সাঙ্গাকারার ব্যাটিং গড় ৪৩.৭৪। দুইয়ে থাকা ভারতের মহেন্দ্র সিং ধোনি ৩৪১ ম্যাচ খেলে ৫০.৭২ গড়ে করেছেন ১০ হাজার ৫০০ রান। তিনে থাকা অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট ৩৫.৬৪ গড়ে ২৮২ ম্যাচে করেছেন ৯ হাজার ৪১০ রান। চারে থাকা জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার ১৮৬ ম্যাচ খেলে ৩৪.৫৮ গড়ে করেছেন ৫ হাজার ৮৪৫ রান।

পাঁচে উঠে আসা মুশফিক সবশেষ ম্যাচে করেছেন ৩৫ রান। তাতে ওয়ানডেতে তার মোট রান বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫২২। যেখানে গড় ৩৪.৯৪। ওয়ানডে ক্যারিয়ারে ৬টি সেঞ্চুরির পাশাপাশি মুশফিকের নামের পাশে আছে ৩৩টি ফিফটি।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

** ফিফটি প্লাস ইনিংসে তামিমের সেঞ্চুরি

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন