বিজ্ঞাপন

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির ন্যূনতম যোগ্যতা বাড়ল

June 22, 2019 | 7:57 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য ন্যূনতম যোগ্যতা বাড়ানো হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির ন্যূনতম যোগ্যতা ছিল এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ-২। তবে এবার মানবিক শাখায় ভর্তির জন্য এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ-২.৫, বিজ্ঞান ও ব্যবসা শিক্ষায় ভর্তির জন্য এসএসসিতে জিপিএ-৩ এবং এইচএসসিতে জিপিএ-২.৫ চাওয়া হয়েছে।

শনিবার (২২ জুন) গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮৯তম একাডেমিক কাউন্সিলের সভায় নতুন এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহউপাচার্য মশিউর রহমান ও হাফিজ মুহম্মদ হাসান বাবু, কোষাধ্যক্ষ নোমান উর রশীদসহ একাডেমিক কাউন্সিলের সদস্যরা।

বিজ্ঞাপন

ভর্তির ন্যূনতম যোগ্যতা বাড়লেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলোতে স্নাতক প্রথম বর্ষে ভর্তি হতে এবারও কোনো পরীক্ষার প্রয়োজন পড়বে না। ভর্তি হওয়া যাবে এসএসসি, এইচএসসি ও সমমানের ফলের ভিত্তিতে।

সারাবাংলা/টিএস/এসএমএন

বিজ্ঞাপন

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন