বিজ্ঞাপন

ভুলে যেওনা আমরাই বাংলাদেশকে টেস্ট ক্রিকেটে এনেছিলাম: শোয়েব আখতার

December 29, 2019 | 1:52 pm

স্পোর্টস ডেস্ক

আগামী বছর জানুয়ারির তৃতীয় সপ্তাহে বাংলাদেশ দলের পাকিস্তান সফর নিশ্চিত। তবে বাধা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ দল পাকিস্তানে কেবল তিন ম্যাচ টি-টোয়েন্টিই খেলতেই চাইছে। বাকি দুই টেস্ট পাকিস্তানে নয়; বাংলাদেশ খেলতে চায় নিরপেক্ষ ভেন্যুতে। তবে এখানেই দুই বোর্ডের মধ্যে লেগেছে যত গণ্ডগোল। পাকিস্তান চাইছে নিজেদের মাটিতেই বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট খেলতে আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেদের জায়গায় অনড় টেস্ট খেললে খেলতে হবে নিরপেক্ষ ভেন্যুতে।

বিজ্ঞাপন

কয়েকদিন আগেই বাংলাদেশ এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের দুই প্রধান দাঁড়িয়েছেন দুই মেরুতে। পিসিবি প্রধান এহসান মানি রুষ্ট কণ্ঠে জানিয়েছেন, ‘কেউ যদি পাকিস্তানের সঙ্গে কোনো সিরিজ খেলতে চায় তাহলে পাকিস্তানে এসেই খেলতে হবে।‘ অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপন সহজ শব্দে জানিয়েছেন পাকিস্তানে গিয়ে কেবল তার দল টি-টোয়েন্টি সিরিজই খেলবে। তবে এবার এই ব্যাপারে সাবেক পাকিস্তানের গতি তারকা শোয়েব আখতার বাংলাদেশকে অনুরোধের সুরেই আহ্বান জানালেন পাকিস্তানে এসে টেস্ট খেলতে।

সাবেক এই গতি তারকা বাংলাদেশকে মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশকে পাকিস্তান যেভাবে সাহায্য করেছিল সেটা যেন বাংলাদেশ ভুলে না যায়। পাকিস্তানের এক টেলিভিশন অনুষ্ঠানে শোয়েব বলেন, ‘বাংলাদেশ মনে আছে? আমরা তোমাদের কীভাবে সাহায্য করেছিলাম? আমরা তোমাদের নিজেদের হাতে টেস্ট ক্রিকেটে এনেছি, টেস্ট খেলিয়েছি আর তোমাদের ক্রিকেটকে এত দূর আসতে সাহায্য করেছি। বাংলাদেশ আমাদের অনেক ভালোবাসে। আপনারা আসুন পাকিস্তানে এসে টেস্ট খেলুন। আপনাদের অনেক ভালোবাসা হবে, সম্মান দেওয়া হবে। আপনাদের আমাদের দরকার।‘

এখানেই প্রথম নয়; এর আগে নিজের ইউটিউব চ্যানেলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অনুরোধ জানিয়েছেন শোয়েব আখতার। তিনি বলেছিলেন, ‘আশা করি বাংলাদেশ আসবে আর সিরিজ খেলবে (টেস্ট)। পাকিস্তানে না আসার সিদ্ধান্তটা আসলেই ভুল। আশা করব আপনারা ভুল সিদ্ধান্ত না নিয়ে সঠিক সিদ্ধান্তই নিবেন। আমরা বাংলাদেশকে এক সময় সাহায্য করেছিলেম এখন সময় এসেছে আমাদের সেই ঋণ বাংলাদেশের পরিশোধ করার।‘

বিজ্ঞাপন

এছাড়াও বাংলাদেশকে টেস্ট স্ট্যাটাস পাওয়ার জন্য পাকিস্তান সাহায্য করেছিল সে কথা মনে করিয়ে দিয়ে শোয়েব বলেন,’তোমরা ভুলে যেও না যে আমরা তোমাদের টেস্ট স্ট্যাটাস পেতে কতটা সাহায্য করেছিলাম। আশা করব তোমরা আমাদের দেশে আসবে এবং এসে এখানে টেস্টও খেলবে।‘

প্রসঙ্গত, পাকিস্তানের বিরুদ্ধে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশপের দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। তবে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে বাংলাদেশ দলের অধিকাংশ ক্রিকেটারই সেখানে খেলতে যেতে নারাজ। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে এখন কেবল টি-টোয়েন্টি সিরিজ খেলতেই পাকিস্তানে যাবে বাংলাদেশ, তবে টেস্ট খেলতে হলে অবশ্যই নিরপেক্ষ ভেন্যুতে খেলতে হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

Tags: , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন