বিজ্ঞাপন

ভারতীয় হাইকমিশনের সামনে অবস্থান নিতে পারেনি ছাত্র ফেডারেশন

March 5, 2020 | 8:15 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: পুলিশের বাধার মুখে ভারতীয় হাইকমিশনের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে পারেনি বাংলাদেশ ছাত্র ফেডারেশন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ১২টার দিকে মিছিল নিয়ে কমিশনের প্রধান ফটকের সামনে যাওয়ার চেষ্টা করেন ছাত্র সংগঠনটির নেতাকর্মীরা। এসময় পুলিশ তাদের বাধা দেয়। পরে আইশৃঙ্খলা বাহিনীর কাছে মৌখিক অনুমতি চেয়ে ব্যার্থ হন ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা। পরে কমিশনের সামনে বাড্ডা সড়কে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

এসময় বক্তারা বলেন, দিল্লি-মেঘালয়সহ ভারতজুড়ে যে সাম্প্রদায়িক হামলা হচ্ছে, তা অবিলম্বে বন্ধ করতে হবে। সীমান্তে ফেলানি হত্যাসহ সব হত্যাকাণ্ডের বিচার করতে হবে। মোদি সরকার সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়াচ্ছে, তাই মুজিববর্ষ উপলক্ষে তার বংলাদেশ সফরকে প্রত্যাখ্যান করেছে ছাত্র ফেডারেশন।

বিজ্ঞাপন

এছাড়া বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে ভারতের সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ জানাতে আহ্বান জানান বক্তারা।

ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা বলেন, ভারতে যে সাম্প্রদায়িক দাঙ্গা চলছে, সেটি মোদির নির্দেশে চলছে। তাদের বিএসএফ সীমান্তে বাংলাদেশের মানুষদের গুলি করে মারছে। ভারতের হাইকমিশন ঘেরাও করে আমরা এর উত্তর দেবো।

সংগঠনের সাধারণ সম্পাদক জাহিদ সুজন বলেন, মোদি একজন ধর্মীয় সন্ত্রাসী। তার দল উপমহাদেশকে অস্থিতিশীল করে তুলেছে। বাংলাদেশের মাটিতে আমরা তাকে পা রাখতে দেবো না। তার হিন্দুত্ববাদী সন্ত্রাস বাংলাদেশে চলবে না।

বিজ্ঞাপন

এর আগে বাড্ডা-প্রগতি সরণি সড়কের নতুন বাজার এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করে ছাত্র ফেডারেশন।

সারাবাংলা/টিএস/টিআর

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন