বিজ্ঞাপন

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হবেন নরেন্দ্র মোদি

March 11, 2020 | 3:39 pm

সৈয়দ ইশতিয়াক রেজা, দিল্লি থেকে

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লি সফররত বাংলাদেশের মিডিয়া প্রতিনিধিদের কাছে এ কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।

বিজ্ঞাপন

বুধবার (১১ মার্চ) ভারত সফররত বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শ্রিংলা। ঐতিহাসিক হায়দরাবাদ হাউজে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র সচিব বলেন, ১৭ মার্চ মুজিববর্ষ উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ওই দিন এ উপলক্ষে একটি ভিডিও বার্তাও দেবেন।

এছাড়া বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্কের ৫০ বছর পূর্তির স্মারক হিসেবে ৫০টি অ্যাম্বুলেন্স ও মুজিববর্ষ উপলক্ষে ভারত আরও একশটি অ্যাম্বুলেন্স বাংলাদেশকে উপহার দেবে বলে জানান পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।

দিল্লিতে ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে দেখা করে বাংলাদেশের মিডিয়া প্রতিনিধি দল। এই দলের নেতৃত্ব দিচ্ছেন সারাবাংলা ও জিটিভি’র এডিটর ইন চিফ সৈয়দ ইশতিয়াক রেজা

দিল্লিতে ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে দেখা করে বাংলাদেশের মিডিয়া প্রতিনিধি দল। এই দলের নেতৃত্ব দিচ্ছেন সারাবাংলা ও জিটিভি’র এডিটর ইন চিফ সৈয়দ ইশতিয়াক রেজা

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন