বিজ্ঞাপন

শাহরুখের ‘ম্যায় হুঁ না’র মাধ্যমে মুম্বাই পুলিশের করোনা সতর্কতা

April 12, 2020 | 9:13 pm

এন্টারটেইনমেন্ট ডেস্ক

মুম্বাই পুলিশ সম্পর্কে যারা জানেন তারা ভালো করেই জানেন তাদের মজার চলে বিভিন্ন তথ্য মানুষদের কাছে পৌঁছানো সম্পর্কে। বর্তমান পরিস্থিতিতেও টুইটারে চলছে তাদের এ মজায় মজায় সচেতনতা সৃষ্টির কার্যক্রম। তারা এর জন্য বলিউডের ছবির বিভিন্ন দৃশ্য ব্যবহার করছে। এখানে একটা বিষয় লক্ষণীয় মানুষকে তাদের কোন প্রকার জোর করা লাগছে না এবং খুব সহজেই তারা তাদের বার্তা পৌঁছে দিতে পারছে।

বিজ্ঞাপন

এবার মুম্বাই পুলিশ শাহরুখ খানের ‘ম্যায় হুঁ না’কে বেছে নিয়েছি তাদের এ কাজের জন্য। ছবিটির একটি দৃশ্যে শাহরুখ খান অভিনেতা সতীশ শাহের কাছ থেকে থুতুর আক্রমণের শিকার হন। মুম্বাই পুলিশ দৃশ্যটিকে বর্তমান পরিস্থিতির সাথে বেশ স্মার্টলিই মিলিয়েছে।

এক টুইটে মুম্বাই পুলিশ লিখেছে, ‘শাহরুখ খানের এ ধরনের স্টান্টের আর দরকার নেই— মাস্ক হ্যায় না!’ অর্থাৎ, থুতু কফ যাই হোক আপনি মাস্ক ব্যবহার করলে শাহরুখ খানের মতো কষ্ট করতে হবে না। মানুষ খুব সহজেই বুঝতে পারবে কফ, কাশি, থুতু এসব থেকে করোনাভাইরাস ছড়ায়। এরজন্য মাস্ক ব্যবহার করা জরুরি।

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস/

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন