বিজ্ঞাপন

‘এই ছয় চরিত্রের মানুষ থেকে দূরে থাকুন’… ভক্তদের অমিতাভ

July 16, 2020 | 7:13 pm

এন্টারটেইনমেন্ট ডেস্ক

শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১০টা… ‘আমি করোনা আক্রান্ত। হাসপাতালে ভর্তি হলাম’- বলিউড মহাতারকার এমনই একটি পোস্টে যেন ঝড় উঠে গেল। সারা বিশ্বের সিনেমাপ্রেমীরা একসুরে ব্যস্ত হয়ে পরলেন অমিতাভ বচ্চনের আরোগ্য কামনায়। বিনোদন ইন্ডাস্ট্রি থেকে রাজনৈতিক ময়দানের ব্যক্তিত্বরা, প্রত্যেকেই উদ্বিগ্ন। কোটি কোটি ভক্তের বার্তা উপচে পড়ল বিগ বি’র সোশ্যাল ওয়ালে! প্রার্থনায় সামিল হয়েছেন বলিউড-সহ বিভিন্ন তারকারাও। সামাজিক যোগাযোগ মাধ্যম ভরে উঠছে তাদের প্রার্থনায়।

বিজ্ঞাপন

এদিকে রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া একটি পোস্টে প্রবীণ এই অভিনেতা সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লিখেছেন, ‘অভিষেক-ঐশ্বরিয়া-আরাধ্যা ও আমার প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে যে ভাবে সবাই আমাদের জন্য প্রার্থনা করেছেন তার জন্য আমি কৃতজ্ঞ। প্রত্যেককে আলাদা করে ধন্যবাদ জানাতে না পারলেও আমি হাত জোর করে বলছি আপনাদের ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ।’

এখনো হাসপাতালে শুয়ে আছেন অমিতাভ। আর সেখান থেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্তদের সঙ্গে যোগাযোগ রেখেই চলেছেন তিনি। ভক্তদের উদ্দেশ্যে দিলেন গুরুত্বপূর্ণ পরামর্শ। জীবন নিয়ে কিছু কথা শেয়ার করে বুধবার রাতে দেয়া তেমনই একটি পোস্টে তিনি লিখলেন, ‘যারা সবসময় অন্যের প্রতি ঈর্ষান্বিত থাকেন, যারা অন্যদের অপছন্দ করেন, যারা কখনওই সন্তুষ্ট থাকতে পারেন না, বদমেজাজি, সবসময় সন্দেহ করেন এবং যারা অন্যের উপর নির্ভর করে বাঁচেন… এই ছয় ধরনের মানুষ সব সময় দুঃখ পান। এদের কাছ থেকে আমাদের সবসময় দূরে থাকতে হবে।’ একই বিষয় নিয়ে একটি ব্লগ পোস্টও করেন এই প্রবীণ অভিনেতা। আর সেই পোস্টে তিনি শেষে আরও একটি লাইন যোগ করে লিখেছে, ‘যারা বোঝার তারা ঠিক বুঝে যাবেন, আর যারা বুঝবেন না, তারা নিঃসন্দেহে আনাড়ি…’

বিজ্ঞাপন

শনিবার (১১ জুলাই) বর্ষীয়ান এ অভিনেতার করোনা টেস্টের রেজাল্ট পজেটিভ আসায় তাকে মুম্বাইয়ের নানাবাতি হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সঙ্গে কোভিড ১৯-এ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিষেক বচ্চনও। এদিকে রোববার সকালে ঐশ্বরিয়া ও আরাধ্যা বচ্চনেরও করোনা পজিটিভ ধরা পড়ে। এ দুজন বর্তমানে বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। শরীরে করোনার হালকা উপসর্গ রয়েছে তাদের সবারই।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএসজি

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন