বিজ্ঞাপন

সানডেহীন আবাহনীর ‘শনি’

March 13, 2018 | 6:09 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা: দলের সর্বোচ্চ গোলদাতা নেই। প্রথম ম্যাচে লাল কার্ড দেখে নাইজেরিয়ান স্ট্রাইকার সানডে সিজোবা এখন দর্শক। তাকে ছাড়াই ভারতে গেছে ঢাকা আবাহনী। চার বিদেশি খেলানোর জায়গায় দলে এখন তিন বিদেশি। সানডে ছাড়া দলের মানসিক অবস্থা যে ভঙ্গুর তা কোচের কথায় টের পাওয়া গেছে।

এএফসি কাপ ফুটবলে খেলতে সোমবারে ঢাকা ছেড়েছে আবাহনী। জাপানী ফুটবলার কোজিমা সেইয়া গেলেও দলের সঙ্গে যেতে পারেননি নাইজেরিয়ান দুই ফুটবলার এমেকা ডার্লিংটন এবং উদুকা আলিসন। ভিসা জটিলতায় তারা দলের সঙ্গী হতে পারেননি। তবে ওইদিন সন্ধ্যায় জানা গেছে ভিসা জটিলতার নিরসন হয়েছে। আজ তারা ব্যাঙ্গালুরু পৌঁছাবেন।

আবাহনীর সূত্র জানায়- ইউএস বাংলা ফ্লাইটে আবাহনী কলকাতা পৌঁছায়। সেখান থেকে অভ্যন্তরীণ একটি ফ্লাইটে ব্যাঙ্গালুরু যায়। ইউএস বাংলার ফ্লাইট নেপালে দুর্ঘটনায় পড়েছেন শুনে আবাহনীর ফুটবলার নজরুল ইসলাম টেনশনে ছিলেন বলে জানিয়েছেন তিনি। আগামীকাল বুধবার ব্যাঙ্গালুরুতে আবাহনীর খেলা ব্যাঙ্গালুরু এফসির বিপক্ষে। আবাহনী ‘ই’ গ্রুপে খেলছে। প্রথম খেলায় ঢাকায় মালদ্বীপের বিপক্ষে নিউ রেডিয়েন্ট স্পোর্টস ক্লাবের বিপক্ষে ১-০ গোলে হেরেছে।

বিজ্ঞাপন

এর আগে হোম ম্যাচে এক গোলে হেরে অনেকটাই ব্যাকফুটে দল। তবে আরও পাঁচটি ম্যাচ বাকী আছে। ছেড়ে দিতে চান না কোচ সাইফুল বারী টিটু, সানডে না থাকায় অসুবিধা হয়েছে। তবে, ভালো ব্যাঙ্গালুরুর বিপক্ষে জয়ের রেকর্ড আছে।

এর আগের মৌসুমে এএফসি কাপেই নিজের মাটিতে ব্যাঙ্গালুরুকে হারিয়েছিল ১০ জনের আবাহনী। খেলোয়াড়দের মনেও বাড়তি অনুপ্রেরণা জোগাবে এ জয়। তবে বিগ বাজেটের ব্যাঙ্গালুরুও এএফসি কাপে ছেড়ে কথা বলবে না। বাছাইপর্বের দুই ম্যাচে ৮ গোল দিয়েছে ক্লাবটি। সামনে ঢাকা আবাহনী।

বিজ্ঞাপন

১৮ দলের স্কোয়াড নিয়ে যাচ্ছে আকাশী-হলুদ জার্সিধারীরা। সানডে না থাকায় দলে ঢুকেছে জিতু, জীবন ও দিদার। ইমন আগেই ইনজুরিতে ছিটকে পড়েছেন দল থেকে। এছাড়া দলের কোনও পরিবর্তন নেই।

আবাহনীর দ্বিতীয় ম্যাচটি ব্যাঙ্গালুরুর শ্রী কান্তারিভা স্টেডিয়ামে বুধবার বাংলাদেশ সময় আটটায় শুরু হবে।

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন