বিজ্ঞাপন

‘ইউনাইটেডের জন্য চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নতুন কিছু নয়’

March 14, 2018 | 1:39 pm

 

বিজ্ঞাপন

সারাবাংলা ডেস্ক

কথাটা কার শিরোনাম পড়ে কি বুঝতে পারছেন? ম্যানচেস্টার ইউনাইটেড সেভিয়ার কাছে কাল ২-১ গোলে হেরে বাদ পড়েছে চ্যাম্পিয়নস লিগ থেকে। আর হারের পর মরিনহো বলেছেন, এটা নতুন কিছু নয়। এখানেই সবকিছু শেষ হয়ে যাচ্ছে না।

কথাটা মরিনহো যে পরিস্থিতিতে বলেছেন তাতে এটা আরও বেশি বিস্ময়কর ঠেকছে। এই মৌসুমে সেভিয়া লা লিগায় ৪২ গোল হজম করেছে, চ্যাম্পিয়নস লিগেও ছয় ম্যাচে খেয়েছে ১২টি গোল। অথচ সেই সেভিয়ার সঙ্গে নিজেদের মাঠে হেরে গেল ইউনাইটেড। তাও ভাগ্য পক্ষে না থাকলে একটা কথা ছিল, ইউনাইটেড সেভাবে তো পরিষ্কার সুযোগও বেশি পায়নি!

বিজ্ঞাপন

কিন্তু মরিনহো এমন একটা পরাজয়ের পর যেন আরও বেশি দার্শনিক হয়ে যাচ্ছেন , ‘আমি আসলে এই ম্যাচ নিয়ে হতাশ, এসব বলে নাটক করতে চাই না। আমাদের শনিবার একটা ম্যাচ আছে, ২৪ ঘন্টার মধ্যে আমাদের শোক ঝেড়ে ফেলতে হবে। আর এটাই ফুটবল। এখানেই সবকিছু শেষ হয়ে যাচ্ছে না।’

আগে নিজের চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়ার অভিজ্ঞতাও মনে করিয়ে দিলেন, আমি এই চেয়ারে দুই বার বসেছি, ম্যানচেস্টার ইউনাইটেড-রিয়াল মাদ্রিদের হয়ে এই অভিজ্ঞতা আমার হয়েছে। এটা অবশ্যই হতাশার, তবে আমার কাছে নতুন কিছু নয়।

সেভিয়ার পারফরম্যান্সের কথা মনে করিয়ে দিলে মরিনহো আবারও যেন দার্শনিক, ‘এটা তো পরিসংখ্যান। আমার মনে হয় না পারফরম্যান্স খুব একটা খারাপ ছিল। আমার মনে হয় আমাদের শুরুটা ভালো ছিল, প্রথমার্ধে ওরা সেভাবে আক্রমণ করতে পারেনি।  কিন্তু দ্বিতীয়ার্ধে একটা গোল ওদের সবকিছু বদলে দিয়েছে।’

বিজ্ঞাপন

কিন্তু এই পরাজয় ইউনাউইটেডের জন্য কতটা বড় আঘাত? মরিনহো এটা স্বাভাবিক হিসেবেই দেখছেন, আমি আমার সেরাটা দিয়েছে, খেলোয়াড়েরা তাদের সেরাটা দিয়েছে। আমরা চেষ্টা করেছি, হেরেছি, এটাই ফুটবল।’

সারাবাংলা/ এএম

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন