বিজ্ঞাপন

অসুস্থ থাকায় আদালতে হাজির করা হয়নি মাইন্ড এইডের পরিচালক ফাতেমাকে

November 13, 2020 | 8:13 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম শিপনকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার ‘মাইন্ড এইড’ হাসপাতালের পরিচালক ফাতেমা খাতুন অসুস্থজনিত কারণে আদালতে হাজির করা হয়নি।

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর আদালতকে ফাতেমা খাতুনের অসুস্থ হওয়া বিষয়টি অবহিত করেন মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক (অপারেশন) মো. ফারুক মোল্লা।

আসামি ফাতেমা খাতুনকে আদালতে হাজির করতে হাজতি পরোয়ানা ইস্যুর আবেদন করেন তদন্ত কর্মকর্তা। চিকিৎসা শেষে সুস্থতা সাপেক্ষে আদালতে সোপর্দ করলে ফাতেমা খাতুনের বিরুদ্ধে হাজতি পরোয়ানা ইস্যু করা হবে বলে বিচারক আদেশ দেন।

তদন্ত কর্মকর্তা বলেন, আসামি ফাতেমা খাতুনকে গ্রেফতারের পর গত ১২ নভেম্বর আদাবর থানায় আনা হয়। আগে থেকে তিনি হৃদরোগে আক্রান্ত। থানা হেফাজতে থাকাকালীন ১৩ নভেম্বর ১২ টা ১০ মিনিটের বুকে ব্যথা অনুভব করলে তাকে চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে নেওয়া হয়। তিনি অধ্যাপক ডাক্তার গোলাম আজমের অধীনে চিকিৎসাধীন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/একে

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন