বিজ্ঞাপন

‘জলঘড়ি’র প্রিমিয়ার ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ

January 8, 2021 | 8:36 pm

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট

বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত সিনেমা ‘জলঘড়ি’র প্রিমিয়ার হবে ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ। ১৪ জানুয়ারি থেকে শুরু হওয়া চলচ্চিত্র উৎসবে ১৮ জানুয়ারি সন্ধ্যা ৭টায় সিনেমাটি দেখানো হবে।

বিজ্ঞাপন

চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হলেও সিনেমা হলে ‘জলঘড়ি’ মুক্তি পাবে না বলে জানিয়েছেন পরিচালক আসাদ জামান। তিনি জানান, ১৮ জানুয়ারি প্রদর্শনের পর ২৫ জানুয়ারি ইউটিউবে মুক্তি দেওয়া হবে সিনেমাটি।

‘জলঘড়ি’র কাহিনি ও চিত্রনাট্য আসাদ জামানের। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দীপান্বিতা মার্টিন, হাসনাত রিপন, সাজাহান সৌরভ, ইভান সাইর, জয়িতা মহলানবিশ, রিমন সরকার, সেলিম আহমেদ, হুমায়ুন সম্রাট, ইকতারুল ইসলাম, সোয়েব মনির, নূর ইসলাম, স্বপন আহমেদ, নুসরাত জাহান খান নিপা, রুশো শেখ।

সিনেমাটির চিত্রগ্রহণ করেছেন বিদ্রোহী দীপন। সম্পাদনা ও রঙ বিন্যাসে ষাইফ রাসেল, আবহ সংগীত রাজেশ সাহা। সঙ্গীত পরিচালনা করেছেন অর্পণ, সর্বনাম, প্রিন্স, অভ্রদীপ্ত।

বিজ্ঞাপন

কোয়ান্টাইজ মিউজিক এন্টারটেইনমেন্ট, বৃক্ষ ফিল্মস, মাইন্ড টিউনের ব্যানারে সিনেমাটি নির্মিত হয়েছে।

সারাবাংলা/এজেডএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন