বিজ্ঞাপন

দেশে ফিরলেন ইয়েমেনে আটক ৫ বাংলাদেশি

January 11, 2021 | 10:02 am

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ইয়েমেনে হুতি কোস্ট গার্ডের হাতে আটক পাঁচ বাংলাদেশিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকায় ফেরত আনা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার (১০ জানুয়ারি) এক বার্তায় এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

এরা হলেন- মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ রহিম উদ্দিন, মোহাম্মদ আবু তাইয়েব এবং মোহাম্মদ আলাউদ্দিন। এর আগে ইয়েমেনে হুতি কোস্ট গার্ডের হাতে আটক জামালউদ্দিন এবং রফিকুল নামের দুইজনকে গত ৩০ ডিসেম্বর উদ্ধার করে ঢাকায় ফিরিয়ে আনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধার হওয়া বাংলাদেশিরা জাহাজের কর্মী ছিলেন। তাদের জাহাজ ওমান থেকে সৌদি যাওয়ার পথে গত ১২ ফেব্রুয়ারি ঝড়ের কবলে পরলে জাহাজটি ইয়েমেনের আল সালাফি বন্দরে নোঙর করা হয়। তখন ওই জাহাজের সবাইকে ইয়েমেনের কোস্ট গার্ড আটক করে। ওই জাহাজে বাংলাদেশি ছাড়াও ভারত ও মিশরের একাধিক নাগরিক ছিল।

জাহাজে আটক বাংলাদেশিদের উদ্ধার করতে পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর সহায়তা নেয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআইএল/এএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন