বিজ্ঞাপন

চট্টগ্রামে শিশু ধর্ষকের যাবজ্জীবন

February 8, 2021 | 7:41 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: প্রতিবেশির ছয় বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। একই রায়ে আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানার আদেশও দিয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার (৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামের সপ্তম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুন্সী আব্দুল মজিদ এ রায় দিয়েছেন। দণ্ডিত হযরত আলী ইয়াসিন (৪২) চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানা এলাকার দানু মিয়ার ছেলে।

মামলার এজাহারের ভিত্তিতে ট্রাইব্যুনালের পিপি খন্দকার আরিফুল আমিন সারাবাংলাকে জানান, ২০১৬ সালের ২০ অক্টোবর দুপুরে ইয়াসিন তার প্রতিবেশির মেয়েকে একা পেয়ে ধর্ষণ করেন। ওই শিশুর বাবা রিকশাচালক এবং মা গৃহপরিচারিকার কাজ করেন। তারা কেউই ঘটনার সময় বাসায় ছিলেন না। পরে তারা বাসায় এলে শিশুটি ঘটনা খুলে বলে। শিশুটির বাবা বাদি হয়ে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেন।

ঘটনার শিকার শিশুটি নারী ও শিশু নির্যাতন আইনের ২২ ধারায় আদালতে জবানবন্দি দেন। তদন্তকারী কর্মকর্তা ২০১৬ সালের ২৩ নভেম্বর নারী ও শিশু নির্যাতন আইনের ৯ (১) ধারায় আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

বিজ্ঞাপন

২০১৭ সালের ২৮ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। মোট ৯ জন সাক্ষীর মধ্যে রাষ্ট্রপক্ষ পাঁচজনের সাক্ষ্যগ্রহণ করে। যুক্তিতর্ক শেষে আসামির অনুপস্থিতিতে সোমবার এ রায় দিয়েছেন আদালত।

সারাবাংলা/আরডি/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন