বিজ্ঞাপন

পুঁজিবাজারের সূচক নিম্নমুখী, কমেছে লেনদেনও

April 8, 2021 | 3:23 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: টানা তিনদিন বড় উত্থানের পর বৃহস্পতিবার (৮ এপ্রিল) দেশের দুই পুঁজিবাজারে সূচকের পতন হয়েছে। এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পাশাপাশি কমেছে লেনদেনও। আগের তিনদিন সূচকের বড় উত্থানের পর বৃহস্পতিবারের দরপতনকে স্বাভাবিক হিসেবে মনে করছেন বাজার বিশ্লেষকরা। তাদের মতে, টানা উত্থানের পর পুঁজিবাজারে মূল্য সংশোধন হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৪৬টি কোম্পানির ১৪ কোটি ৭ লাখ ৭২ হাজার ৮১৩টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৭টির, কমেছে ২৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ারের দাম। দিনশেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৪৭৫ কোটি ৮৭ লাখ টাকা। আগের দিন বুধবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৫৮২ কোটি ৪৫ লাখ টাকা। এদিন ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৮২ পয়েন্ট কমে ৫ হাজার ২৫৪ পয়েন্টে নেমে আসে। এছাড়াও এদিন ডিএসই-৩০ মূল্য সূচক ২০ পয়েন্ট কমে ১ হাজার ৯৯০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ১৬ পয়েন্ট কমে ১ হাজার ১৯৭ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ২১৭ কোম্পানির ৬৮ লাখ ৯৭ হাজার ৮২৯টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪১টির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির। দিনশেষে সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ২০৩ পয়েন্ট কমে ১৫ হাজার ২৩১ পয়েন্টে নেমে আসে। এদিন সিএসইতে ২৪ কোটি ৬০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। আগের দিন সিএসইতে ৩০ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছিল।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/পিটিএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন