বিজ্ঞাপন

শামসুল বারীর মৃত্যুতে বিসিবির শোক

May 18, 2021 | 8:59 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব, বাংলাদেশ হকি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় হকি দলের সাবেক নামকড়া খেলোয়াড় শামসুল বারীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ মঙ্গলবার (১৮ মে) ঢাকার একটি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

বিজ্ঞাপন

শামসুল বারী খেলোয়াড়ি জীবনে খেলতেন রক্ষণে। রক্ষণের নামকড়া খেলোয়াড় ছিলেন তিনি। পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ হিসেবে একটা আলাদা পরিচিতি ছিল তার। পরে আম্পায়ারিং করেছেন, ছিলেন জজ।

এরপর ১৯৮৪ সাল থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ছিলেন হকি ফেডারেশনের যুগ্ম সম্পাদক। ১৯৮৮ সাল থেকে শুরু করে ২০০৭ সাল পর্যন্ত ছিলেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক। ১৯৪৬ সালের ৮ জুলাই রাজশাহীতে জন্মগ্রহণ করেন বরেণ্য এই ব্যক্তিত্ব।

পূর্ব পাকিস্তান দলে খেলেছেন ১৯৬৮ থেকে ১৯৭০ সাল পর্যন্ত। ১৯৭২ সালে ভারতের নেহরু কাপে খেলা ঢাকা একাদশের সহকারী অধিনায়ক ছিলেন তিনি। ১৯৭০ সালে তৎকালীন পাকিস্তান জাতীয় দলের বিপক্ষে পূর্ব পাকিস্তানের হয়ে ঢাকায় প্রীতি ম্যাচ খেলেছিলেন শামসুল বারী। পাকিস্তান হকিতে তখন বিশ্বসেরা দল। ম্যাচে ১ গোলে হেরেছিল পূর্ব পাকিস্তান।

বিজ্ঞাপন

বরেণ্য এই ক্রীড়া ব্যক্তিত্বের মৃত্যুতে তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছে বিসিবি।

সারাবাংলা/এমআরএফ/এসএইচএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন