বিজ্ঞাপন

কুবি’র চলমান পরীক্ষা স্থগিতের সুপারিশ

June 25, 2021 | 10:27 am

কুবি করেসপন্ডেন্ট

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সশরীরে শুরু হওয়া সকল পরীক্ষা স্থগিত করার সুপারিশ করা হয়েছে। দেশজুড়ে কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় এই সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৪ জুন) পরীক্ষা কমিটির সদস্য এবং কলা ও মানবিক অনুষদের ডিন ড. এম এম শরিফুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, পরীক্ষা কমিটির সুপারিশ পর্যালোচনা করে জরুরি একাডেমিক কাউন্সিলের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন কুবি রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের।

তিনি বলেন, সুপারিশ পাওয়ার পর তার ওপর ভিত্তি করে একাডেমিক কাউন্সিলের জরুরি মিটিং ডাকা হবে। শুক্রবারের (২৫ জুন) ঐ সভা থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, কোভিড- ১৯ পরিস্থিতির কারণে স্থগিত থাকা পরীক্ষাগুলো ১৩ জুন থেকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সশরীরে নিতে শুরু করেছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

সারাবাংলা/একেএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন