বিজ্ঞাপন

অসুস্থ কবীর সুমন আসলেন ফেসবুক লাইভে

July 1, 2021 | 3:41 pm

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট

গত রোববার (২৭ জুন) উপমহাদেশের অন্যতম সঙ্গীতশিল্পী জ্বর ও শাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। তখন থেকে কলকাতার এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে আছেন এ বর্ষীয়ান শিল্পী। এখনো সুস্থ হননি তিনি। তবে এর মাঝেই বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরে মুখে অক্সিজেন নল লাগানো অবস্থায় ফেসবুক লাইভে আসেন।

বিজ্ঞাপন

মূলত বিশ্ব চিকিৎসক দিবস উপলক্ষ্যে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানাতে এ লাইভে আসা বলে জানান কবীর সুমন। এসময় ব্যাকগ্রাউন্ডে তানপুরার সুর বাজছিলো। লাইভের এক পর্যায়ে তিনি গান গেয়েও শোনান।

লাইভে তিনি বলেন, ‘আগে কী হয়েছিল একটু ছোট করে জেনে নিন। আগেই একটু ঠাণ্ডা লেগেছিল। কিন্তু রবিবার (২৭ জুন) যেটা হলো, কোনোভাবেই ঢোক গিলতে পারছি না। অসম্ভব ব্যথা গলায়। অন্যকোনও সমস্যা নেই। একদমই ঢোক গিলতে পারছিলাম না; খাবার খাওয়া তো দূরের কথা। কেমন একটা কেলেঙ্কারি অবস্থা! এরপর প্রফেসর সৌমিত্র ঘোষের সঙ্গে কথা হয়। তিনি চমৎকারভাবে বলেন, স্যার হাসপাতালে চলে আসুন।’

তিনি আরও বলেন, ‘আমি দ্রুত সেরে উঠছি। শুনতেই পারছেন পাশে তানপুরা বাজছে। আমি যখন পুরোপুরি সেরে উঠতে পারব তখন পুরো সুর লাগাতে পারব। হাসপাতালে আজ সকালেই আমি গুনগুন করে ভৈরবী-ভৈরব, ভাটিয়ালি গাইছিলাম। রাগ প্রতিমা বেঁধেছি। এর মধ্যে রাগ প্রতিমা আমার নতুন সৃষ্টি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন