বিজ্ঞাপন

বিমানবন্দরের আরটি-পিসিআর ল্যাবে ১০০ জনের নমুনা পরীক্ষা রাতেই

September 25, 2021 | 7:28 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ শনাক্তকরণের জন্য স্থাপন করা আরটি-পিসিআর ল্যাবে শনিবার (২৫ সেপ্টেম্বর) রাতেই শুরু হচ্ছে নমুনা পরীক্ষা। রাত ৮ টায় পরীক্ষামূলকভাবে বিমানবন্দরের কর্মকর্তাদের মধ্য থেকে ১০০ জনের নমুনা নিয়ে পরীক্ষা শুরু করা হবে।

বিজ্ঞাপন

শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের ভেতরে বসানো ল্যাবগুলো পরীক্ষা করার পর এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘বিমানবন্দরের ল্যাব শতভাগ প্রস্তুত। শেষ মুহূর্তের কাজ (টিউনিং কাজ) সম্পন্ন করে পরীক্ষামূলকভাবে বিমানবন্দরের কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে ১০০ জনের নমুনা পরীক্ষা করা হবে। তবে কবে থেকে প্রবাসীদের নমুনা পরীক্ষা শুরু হবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।’

তিনি আরও বলেন, ‘সবকিছুর চূড়ান্ত কার্যক্রম শেষে আজকেই সিভিল এভিয়েশনকে জানানো হবে। সিভিল এভিয়েশন এয়ারলাইন্সগুলোর সঙ্গে কথা বলে ফ্লাইট শিডিউল ঠিক করলে যাত্রীরা পরীক্ষা সাপেক্ষে যাবেন।’ বিমানবন্দরে স্থাপন করা ল্যাবগুলোতে বায়োসেফটি লেভেল-২ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলেও জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক।

বিজ্ঞাপন

নমুনা পরীক্ষার মূল্য বিষয়ে অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, ‘বিমানবন্দরের এই ল্যাবে পরীক্ষার ফি কত হবে তা এখনও নির্ধারণ হয়নি। তবে দুই হাজার টাকার কম হবে।’

তিনি বলেন, ‘৪৮ ঘণ্টা আগে একবার করোনা নেগেটিভ রেজাল্ট সাপেক্ষে যাত্রীরা দ্বিতীয়বারের মতো বিমানবন্দরে করোনা পরীক্ষা করাবেন। আরটিপিসিআর ও র‌্যাপিড পিসিআর দুই সুবিধাই পাবেন যাত্রীরা। যারা ৬ ঘণ্টা হাতে সময় নিয়ে আসবেন তারা আরটিপিসিআর ও যারা কম সময় নিয়ে আসবেন তারা পয়েন্ট অব কেয়ারে ১৫-২০ মিনিটে রিপোর্ট নিতে পারবেন।’

বিমানবন্দরে নিয়োজিত স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, মোট ১০টি বুথ স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে ১২টি আরটিপিসিআর ল্যাবে প্রতি তিন ঘণ্টায় ১ হাজার ৪৫২ জন পরীক্ষা করাতে পারবেন। ফলাফল জানানো হবে তিন ঘণ্টা সময়ের মাঝে। এক্ষেত্রে বিমানবন্দরে রেজিস্ট্রেশন করতে আগের নেগেটিভ রেজাল্ট ফরম স্ক্যান করলেই অটোমেটিক রেজিস্টার হয়ে যাবে। পরীক্ষা শেষ হলে নমুনা দেওয়ার স্থানেই মিলবে রিপোর্ট।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি/পিটিএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন