বিজ্ঞাপন

আবার সহিংসতার চেষ্টা হলে দাঁতভাঙা জবাব: ওবায়দুল কাদের

September 26, 2021 | 3:22 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপির সিরিজ বৈঠককে ‘ষড়যন্ত্র বৈঠক’ অভিহিত করে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, জ্বালাও-পোড়াও করার ইচ্ছা মনে হয় আপনাদের আছে। আবার যদি কোনো সহিংসতার রাস্তা নেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করেন, শেখ হাসিনার অর্জনকে খাটো করতে চান তাহলে জনগণকে সঙ্গে নিয়ে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

বিজ্ঞাপন

রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ এলাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির এক অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ‘মানবতার আলোকবর্তিকা দেশরত্ম জননেত্রী শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভা ও দুস্থদের কর্মসংস্থানের লক্ষ্যে রিকশা-ভ্যান বিতরণের এই কর্মসূচি আয়োজন করা হয়।

জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর কোনো অর্জন নেই— বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘আমার অবাক লাগে যখন মির্জা ফখরুল বলেন এই সফরে কোনো অর্জন নেই। মির্জা ফখরুল সাহেব দুনিয়ার কোনো খবর রাখেন না। জাতিসংঘের অধিবেশনের প্রত্যেকটি ফোরামের বক্তব্য, মূল অধিবেশনে শেখ হাসিনার বক্তব্য সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। বাংলাদেশের সুনাম-মর্যাদাকে শেখ হাসিনা নতুন মাত্রায় উন্নীত করেছেন এবারের বিশ্বসভায়।’

ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী ভ্যাকসিন ক্রাইসিস নিয়ে কথা বলেছেন, ভ্যাকসিন বৈষম্য নিয়ে কথা বলেছেন। সারা দুনিয়া মুগ্ধ হয়ে তার বক্তব্য শুনেছেন। প্রধানমন্ত্রী বলেছেন সবার জন্য ভ্যাকসিনের সমান সুযোগ করতে হবে। ফখরুল সাহেব এটা কি আপনি শুনতে পাননি? নিউইর্য়ক টাইমস পত্রিকাটি পড়েননি? নিউইর্য়ক টাইমসের মতো আন্তর্জাতিক বহুল প্রচারিত পত্রিকাটি যে মন্তব্য করেছে তা কি দেখেন নাই? নিউইর্য়ক টাইমস আমেরিকার প্রেসিডেন্টকে বলেছে, দারিদ্র্যের ব্যাপারে কি করবেন? বাংলাদেশের দিকে তাকান, শেখ হাসিনার দিকে তাকান। দারিদ্র্য বিমোচন কিভাবে করতে হয় শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন, তার থেকে শিক্ষা নিন। মির্জা ফখরুল আপনাকে বলছি, নিউইর্য়ক টাইমসের এই রিপোর্টটি পড়ুন। এই মন্তব্যটি পড়ুন। সারা দুনিয়া কি বলছে বলে তা শুনুন।’

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ অধিবেশনে অংশ নিয়ে জলবায়ু সংকট মোকাবিলা, রোহিঙ্গা সংকট সমাধানে সাহসী উচ্চারণ করেছেন বলেও দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক । তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সাহস করে জলবায়ু পরিবর্তনের কথা বলতে পেরেছেন। মির্জা ফখরুল বলেছেন, প্রধানমন্ত্রী রোহিঙ্গা ইস্যু নিয়ে কিছু বলেননি। মির্জা ফখরুল সাহেব প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের নিজেদের সমস্যা আছে, আমাদের নিজেদের সংকট আছে দুর্যোগ আছে। এর মধ্যেও আমরা ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছি, খাবার দিচ্ছি। আমাদের জন্য রোহিঙ্গা সংকট সমাধানে পৃথিবীর নামীদামী দেশগুলো কার্যত আমাদের জন্য কিছুই করেনি। সাহস করে বঙ্গবন্ধুর কন্যা এই সত্য উচ্চারণ করেছেন।’

জাতিসংঘে প্রধানমন্ত্রীর এই সফর শেখ হাসিনাকে ও বাংলাদেশকে আরও এক ধাপ উঁচুতে নিয়ে গেছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের ভূমিকা, তার সাহসিকতা, তার মানবিকতা, তার দূরদর্শিতার যে প্রশংসা হয়েছে সেই প্রশংসার ফলে বাংলাদেশ এক ধাপ উঁচুতে উঠেছে। আর বাংলাদেশের অভ্যন্তরের রাজনীতিতে বিএনপি এক ধাপ নিচে নেমে এসেছে। শেখ হাসিনার জনপ্রিয়তা অভ্রভেদী তুঙ্গে উঠেছে। আর আপনারা এখানে সমালোচনা, বিদ্বেষমূলক অপপ্রচার করে দেশের রাজনীতিতে আরেক ধাপ নিচে নেমে গেছেন।’

সম্প্রতি অনুষ্ঠিত বিএনপির সিরিজ বৈঠকের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, সিরিজ বৈঠক করছেন, সিরিজ বৈঠক তো না, ষড়যন্ত্র বৈঠক। আবারও জ্বালাও-পোড়াও করার ইচ্ছা থাকলে জনগণকে সঙ্গে নিয়ে দাঁতভাঙা জবাব দেওয়া হবে

বিজ্ঞাপন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন দলের আরেক সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, শ্রম সম্পাদক হাবিবুর রহমান সিরাজ। সভায় উপ-কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এবং উপ-কমিটির সদস্য সচিব সুজিত রায় নন্দী।

সারাবাংলা/এনআর/এসএসএ

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন