বিজ্ঞাপন

জি-২০ সম্মেলনে থাকবে আফগান ইস্যু

October 12, 2021 | 9:29 pm

আন্তর্জাতিক ডেস্ক

জি-২০ সম্মেলনে জোটভুক্ত দেশগুলোর সভাপতি ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির আমন্ত্রণে ভার্চুয়ালি যুক্ত হবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আফগানিস্তান ইস্যুতে এ সম্মেলন আন্তর্জাতিকভাবে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

এদিকে, ক্ষমতা দখলের পর থেকেই আফগানিস্তানের তালেবান সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে স্বীকৃতি আদায়ের জন্য তোড়জোড় চালাচ্ছে।

জি-২০ সম্মেলনে তালেবান অধিকৃত যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে মানবতার প্রয়োজন ও আফগান জনগণের ন্যূনতম চাহিদাসংক্রান্ত বিষয় প্রাধান্য পাবে। এছাড়াও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই, মানবাধিকার, শরণার্থী সমস্যার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোও আলোচনার কথা রয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

এর আগে, আফগানিস্তান ইস্যুতে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) এবং কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন (সিএসটিও) সম্মেলনে অংশ নিয়েছিলেন নরেন্দ্র মোদি। এ ছাড়া নিউইয়র্কে জতিসংঘের সাধারণ পরিষদের সভায় আফগানিস্তান নিয়ে জি-২০ জোটের দেশগুলো পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে অংশ নিয়েছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

বিজ্ঞাপন

অন্যদিকে, ২০ সেপ্টেম্বর মারিও দ্রাঘি বিশ্বের ২০ বৃহৎ অর্থনীতির দেশের রাষ্ট্রপ্রধানদের নিয়ে এই সম্মেলনের ঘোষণা দিয়েছিলেন।

বিশ্বের প্রধান অর্থনীতির দেশগুলো নিয়ে গঠিত জি-২০ ঐকমতে পৌঁছানোর গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম উল্লেখ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানাচ্ছে, আফগানিস্তানে মানবতা লঙ্ঘনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে জি-২০ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, জোট সভাপতি মারিও দ্রাঘি এরই মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের রাষ্ট্রপতি শি জিনপিংসহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে আফগানিস্তানে মানবতা ফিরিয়ে আনার বিষয়ে কথা বলেছেন।

বিজ্ঞাপন

তিনি মনে করেন, এ সংকটের পরিস্থিতিতে বিশ্বের শক্তিধর দেশগুলোর উচিত আফগান জনগণের পাশে দাঁড়ানো। আফগানিস্তানের মসনদে তালেবান বসার পর থেকেই দেশের জনগণ ও নারীদের নিরাপত্তা নিয়ে ক্রমেই আন্তর্জাতিকভাবে উদ্বেগ বাড়ছে। ইউরোপের বিভিন্ন দেশও আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে নিজেদের উদ্বেগ প্রকাশ করেছিল।

জি ২০ সম্মেলনে আলোচনার মাধ্যমে আফগানিস্তানের জনগণকে রক্ষায় কী কী পদক্ষেপ নেওয়া যায়, তা খতিয়ে দেখার কথা জানিয়েছেন জি-২০ সভাপতি।

সারাবাংলা/একেএম

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন