বিজ্ঞাপন

বাবর-আজহারের দৃঢ়তায় ২য় সেশন উইকেটশূন্য বাংলাদেশ

December 4, 2021 | 3:11 pm

স্পোর্টস ডেস্ক

মিরপুর টেস্টের প্রথম সেশনটা বাংলাদেশ বেশ ভালোভাবেই দখলে রেখেছিল। তবে মধ্যাহ্ন বিরতির পর আজহার আলী এবং বাবর আজমের দৃঢ়তায় দ্বিতীয় সেশনটা কেবল পাকিস্তানের। চা-বিরতি পর্যন্ত ওই দুই উইকেট হারিয়েই ১৬১ রান তোলে সফরকারীরা।

বিজ্ঞাপন

মধ্যাহ্ন বিরতির পর ২য় সেশনে ২৬ ওভারে ৮৩ রান তুলেছে পাকিস্তান। ৬০ রানে অপরাজিত বাবর আজম। ৩৬ রানে অন্য প্রান্ত ধরে রেখেছেন আজহার আলী।

এর আগে অবশ্য দ্বিতীয় সেশনে ১৩ ওভার খেলা শেষে হানা দিয়েছিল বৃষ্টি। পাকিস্তান ৪৪ ওভারে ২ উইকেটে ১২৩ রান তোলার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। বৃষ্টির পর মোটামুটি হাত খুলেই খেলা শুরু করেছেন বাবর আজম ও আজহার আলী। বৃষ্টির পর আক্রমণে আসা সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজদের ওপর চড়াও হয়েছিলেন পাকিস্তানি ব্যাটাররা।

২১ মাস পর টেস্টে ফিরে শুরুর দিনটা বাজে কাটছে সৈয়দ খালেদ আহমেদের। বোলিংয়ে খুঁজে পাননি লাইন, লেংথ। এবার ছাড়লেন বাবর আজমের ক‍্যাচ। সাকিব আল হাসান ছক্কায় ওড়াতে চেয়েছিলেন পাকিস্তান অধিনায়ক। টাইমিং করতে পারেননি তিনি। বলের নিচে যাওয়ার যথেষ্ট সময় পেয়েছিলেন খালেদ। কিন্তু বলের ফ্লাইট বুঝতে পারেননি তিনি। শেষ সময়ে ডাইভ দিয়ে ক‍্যাচের চেষ্টায় সফল হননি। উল্টো চার পেয়ে যান বাবর।

বিজ্ঞাপন

জীবন পাওয়ার পর দ্রুতই পঞ্চাশ স্পর্শ করলেন বাবর আজম। ৭৫ বলে বলে সাত চার ও এক ছক্কায় এসেছে পাকিস্তান অধিনায়কের ফিফটি। তিনি জীবন পেয়েছিলেন ৩৯ রানে।

প্রথম সেশনে তাইজুল ইসলামের ঘূর্ণিতে অবশ্য দুটি উইকেট হারিয়েছিল পাকিস্তান। তবে দ্বিতীয় সেশনে বাংলাদেশের বোলাররা তেমন কিছুই করতে পারননি।

সংক্ষিপ্ত স্কোরকার্ড:

বিজ্ঞাপন

১ম ইনিংস (চা-বিরতি)

পাকিস্তান: ১৬১/২; (আবিদ ৩৯, শফিক ২৫, আজহার ৩৬, বাবর ৬০); (এবাদত ৫-১-১৫-০, খালেদ ৪-১-১৯-০, তাইজুল ১৭-৫-৪৯-২, সাকিব ১৫-৬-৩৩-০, মেহেদী মিরাজ ১২-২-৩১-০)।

সারাবাংলা/এসএস

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন