বিজ্ঞাপন

হিমেল স্মরণে রাবিতে ৪ দিনব্যাপী আর্ট ক্যাম্প

February 3, 2022 | 9:50 pm

রাবি করেসপন্ডেন্ট

রাজশাহী: ট্রাক চাপায় নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেলের স্বরণে ৪ দিনব্যাপী আর্টক্যাম্প আয়োজন করে তার নিজ বিভাগ চারুকলা অনুষদের শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টা থেকে শুরু হয়ে চার দিনব্যাপী এই আর্টক্যাম্পের কর্মসূচি চলবে।

বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের উত্তর-পশ্চিম পাশে অর্থাৎ হিমেলের নিহত হওয়ার স্থানে শুরু হয়েছে এই আর্ট ক্যাম্পেইন। আজ শুরু হয়ে শুক্রবার, শনিবার ও রোববার পর্যন্ত মোট ৪ দিন চলবে আর্টক্যাম্পের কার্যক্রম। ক্যাম্পেইন থেকে সৃষ্ট শিল্পকর্ম এবং হিমেলের হাতে গড়া আগের শিল্পকর্মগুলো নিয়ে প্রদর্শনী আয়োজন করার পরিকল্পনা আছে তাদের। সেখানে পার্ফর্মিং আর্টগুলোর পাশাপাশি ওর কাজগুলো এবং এই আর্ট ক্যাম্পের কাজগুলো রাখা হবে।

উল্লেখ্য, মঙ্গলবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হলের সামনে নির্মাণাধীন বিজ্ঞান ভবনের পাশে ট্রাক চাপায় নিহত হন বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেলের।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন