বিজ্ঞাপন

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষা ১৭ জুন

April 28, 2022 | 10:35 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: দেশের আইনজীবীদের লাইসেন্স প্রদানকারী প্রতিষ্ঠান ও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট (আইনজীবীদের তালিকাভুক্তি) এমসিকিউ (নৈর্ব্যক্তিক) পরীক্ষা আগামী ১৭ জুন অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বাংলাদেশ বার কাউন্সিলের সচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘোষিত বিজ্ঞপ্তি অনুযায়ী এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষার অনলাইন ফরম পূরণ কার্যক্রম শেষ হয়েছে। আগামী ১৭ জুন (শুক্রবার) বার কাউন্সিল এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। অনলাইনে প্রবেশপত্র সংগ্রহের সময়সূচি এবং পরীক্ষার ভেন্যু ও সময়সহ বিস্তারিত অন্যান্য তথ্য পরে জানানো হবে বলেও উল্লেখ করা হয়।

পরীক্ষা সংক্রান্ত সব তথ্য বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েব সাইটে (www.barcouncil.gov.bd) প্রকাশ করা হবে। এ ছাড়া অনিবার্য যে কোনো পরিস্থিতিতে পরীক্ষার তারিখ পরিবর্তনের এখতিয়ার কর্তৃপক্ষ সংরক্ষণ করে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

আইনজীবী হিসেবে তালিকাভুক্তি হতে এমসিকিউ উত্তীর্ণ হওয়ার পরে নিয়মানুযায়ী লিখিত পরীক্ষায় অংশ নিতে হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। এতে উত্তীর্ণ হলে তালিকাভুক্তির সনদ দেওয়া হবে এবং আইন পেশা অনুশীলনের সুযোগ পাবে।

সারাবাংলা/কেআইএফ/একে

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন