বিজ্ঞাপন

‘দলের স্বার্থে’ ছাড় পেলেন সাকিব

August 14, 2022 | 1:00 am

স্পোর্টস করেসপন্ডেন্ট

রুদ্ধদ্বার বৈঠক শেষে বেরুনোর সময় উপস্থিত সাংবাদিকদের লক্ষ্য করে ‘ফ্লাইং কিস’ দিয়ে দিলেন সাকিব আল হাসান। নেট দুনিয়ায় সেই দৃশ্য রীতিমতো ভাইরাল। সাকিবের ‘ফ্লাইং কিসে’র অর্থ অপরিস্কার। বেটিং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির কারণে কয়েক দিন ধরেই গণমাধ্যমে সাকিবের সমালোচনা চলছিল। তবে দিনশেষে সাকিবই জিতেছেন। ‘ফ্লাইং কিসে’র পরপরই জানা যায়, সাকিবই হচ্ছেন টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক।

বিজ্ঞাপন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কঠোরতায় আগেই বিতর্কিত চুক্তি থেকে সরে আসার অঙ্গীকার করেছিলেন সাকিব। আজ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তার গুলশানের বাসভবনে সাকিবকে ডেকেছিলেন। দেশের আইনে বেটিং নিষিদ্ধ, বিসিবির নীতিরও পরিপন্থি। সাকিব কেন বেটিং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করলেন? ভবিষ্যতে এমন কাণ্ড আবারও ঘটাবেন না তো? কারণ তিনি অতীতে বিতর্কে জড়িয়েছেন বহুবার। এসব বিষয়ে খোলাখুলি আলোচনার জন্য সাকিবকে তলব করেছিলেন বিসিবি প্রধান। বিতর্কে জড়ানো সাকিবকে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দিতে দ্বিতীয়বার ভাবছে বিসিবি, এমন গুঞ্জনও শোনা যাচ্ছিল।

কিন্তু বৈঠক শেষে ঘোষণা এলো সাকিবই হচ্ছেন টি-টোয়েন্টি দলের পরবর্তী অধিনায়ক। এবং এমন বিতর্কিত চুক্তির কারণে আপাতত তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়ার বার্তা আসেনি। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বললেন, দলের স্বার্থেই ছাড় দেওয়া হয়েছে সাকিবকে। এবং এতকিছু ভুলে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে তাকে।

নিঃস্বন্দেহে দলের সেরা ক্রিকেটার সাকিব, টি-টোয়েন্টিতে সবচেয়ে অভিজ্ঞও। তাকে অধিনায়ক বানানোর চিন্তা ছিল আগে থেকেই। অন্যদিকে বিকল্প হিসেবে নেতৃত্ব দেওয়ার মতো উপযুক্ত কেউ নেইও স্কোয়াডে। লিটন দাস, নুরুল হাসান সোহান ইনজুরিতে। এসব বিবেচনায় সাকিবের ‘ভুল’কে আর বড় করে দেখেনি বিসিবি।

বিজ্ঞাপন

জালাল ইউনুস সাংবাদিকদের বলেন, ‘সে আমাদের সেরা ক্রিকেটার, আমরা তাকে ‘ওউন করি।’ সে দেশের বাইরের কেউ না। সে যখন বলেছে যে ভুল করেছে, আমরা তা মেনে নিয়েছি। পরবর্তীতে যেন পুনরাবৃত্তি না করে, সেটা তাকে বলা হয়েছে এবং সে তা মেনে নিয়েছে। সে আশ্বাস দিয়েছে আমাদের বোর্ড প্রেসিডেন্টের সামনে, তাই আমরা মেনে নিয়েছি।’

তিনি বলেন, ‘এটা নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে। সাকিব তার ভুল বুঝতে পেরেছে। তার আসলে এটার সঙ্গে যুক্ত হওয়া ঠিক হয়নি। নিশ্চিতভাবে সাকিব আমাদের জন্য গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার। বোর্ডের আগের মিটিংয়ে সাকিবকে অধিনায়ক করার চিন্তা ভাবনা ছিল। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সেই পরিকল্পনায় স্থির থাকবো।’

চুক্তির বিষয়ে সাকিবকে ভুলভাবে বোঝানো হয়ে থাকতে পারে বলেছেন জালাল ইউনুস, ‘যেহেতু সাকিব প্রেসিডেন্টের সামনে এবং আমাদের বলেছে যে, ভুল করে ওটাকে অনলাইন (নিউজ পোর্টাল) মনে করে এন্ডোর্সমেন্ট করেছিল। কাজটা ঠিক হয়নি। তাকে বুঝিয়ে বলার পর সে কিন্তু সরে এসেছে। তার কাছে মনে হয়েছে যে হয়তো তাকে মিসগাইড করা হয়েছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন