বিজ্ঞাপন

‘ব্যবসায় প্রতিযোগিতা বাড়িয়ে ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে’

August 16, 2022 | 6:38 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ব্যবসা-বাণিজ্যে প্রতিযোগিতা বাড়িয়ে দেশের মানুষের জন্য পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে। সরকার এ উদ্দেশ্যে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন গঠন করেছে। প্রতিযোগিতা কমিশনের উদ্দেশ্য এবং সংশ্লিষ্টদের করনীয় সম্পর্কে ব্যাপক প্রচারণা চালাতে হবে। যাতে সবাই জানতে এবং বুঝতে পারেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৬ আগস্ট) রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন আয়োজিত ‘ব্যবসা-বাণিজ্যে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিতকরণে অংশীজনের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, একচেটিয়া ব্যবসা করার আর কোনো সুযোগ নেই। কমিশনকে বাজারে নজরদারী বাড়াতে হবে। কোনো পর্যায়ে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নিতে হবে। দেশের মানুষ উপযুক্ত মূল্যে প্রয়োজনীয় পণ্য ক্রয়ের সুযোগ পেলেই বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন গঠন সার্থক হবে। কমিশনকে জেলা, উপজেলা এবং তৃণমূল পর্যায়ে প্রচারণা চালাতে হবে।

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য দেন কমিশনের সদস্য ড. এ এফ এম মনজুর কাদির, কমিশনের সদস্য (আইন) নাসরিন বেগম। সেমিনারে বিষয়ের উপর উপস্থাপনা করেন কমিশনের সদস্য জি এম সালাউদ্দিন। সেমিনারে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন রংপুরের বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম, বাংলাদেশ পুলিশের রংপুর বিভাগের ডিআইজি মোহা. আবদুল আলীম মাহমুদ, রংপুর মেট্রোপলিটন চেম্বারের প্রেসিডেন্ট মো. রেজাউল ইসলাম প্রমুখ।

বিজ্ঞাপন

এর আগে বাণিজ্যমন্ত্রী রংপুর পৌরসভা আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে “রংপুরে বঙ্গবন্ধু” নামক স্মরণিকার মোড়ক উন্মোচন করেন।

পরে বাণিজ্যমন্ত্রী নিজ উদ্যোগে পীরগাছা উপজেলায় বিভিন্ন শ্রেনি পেশার মানুষের মাঝে হুইল চেয়ার, বাই সাইকেল এবং সেলাই মেশিন বিতরণ করেন। এসময় পীরগাছা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/আইই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন