বিজ্ঞাপন

বান্দরবানে বন্য হা‌তির আক্রমণে বি‌জি‌বি সদস্য নিহত

October 19, 2022 | 1:09 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বান্দরবান: বন‌্য হা‌তির আক্রমণে বান্দরবানে আব্দুল মান্নান নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮অ‌ক্টোবর) রাত পৌ‌নে ১০টার দিকে নাইক্ষ‌্যংছ‌ড়ি সদর ইউনিয়নের ভাল্লুকখাইয়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সদর ইউনিয়নের ভাল্লুকখাইয়া বি‌জি‌বি ক‌্যাম্প এলাকা দিয়ে মিয়ানমার থেকে গরু চোরাকারবারির একটি দল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে এমন খবরে বিজিবির টহল দল অভিযান শুরু করে। তারা ভাল্লুকখাইয়া সীমান্তের ৪৮-৪৯ পিলারের মাঝামাঝি পৌছালে বন্য হাতির এক‌টি দল বিজিবি দলের সামনে এসে প‌ড়ে। এ সময় হা‌তির দল‌কে দে‌খে সবাই পালিয়ে রক্ষা পেলেও একটি হাতির পায়ে পিষ্ট হয়ে আব্দুল মান্নান ঘটনাস্থলেই মারা যান।

পরে লাশ‌টি হা‌তির দল চারপাশ থে‌কে ঘিরে রাখ‌লে অনেক চেষ্টার পর বুধবার ভোর রাত ৪টার দি‌কে লাশটি উদ্ধার করে বি‌জি‌বি।

বিজ্ঞাপন

এ ব্যাপারে একাধিকবার চেষ্টা করেও বিজিবির কোন বক্তব‌্য পাওয়া যায়‌নি।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) টানটু সাহা বলেন, ‘স্থানীয়‌দের কাছ থে‌কে বন্য হাতির আক্রমনে এক বিজিবি সদস্য নিহ‌তের খবর পে‌য়ে‌ছি। তবে বিজিবি থেকে এখনও কোন সংবাদ পাইনি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন