বিজ্ঞাপন

‘অবৈধ সরকার আর জোর করে ক্ষমতায় থাকতে পারবে না’

February 25, 2023 | 8:48 pm

স্টাফ করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: রাজপথে আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন ত্বরান্বিত করতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। তিনি বলেন, সর্বস্তরের জনগণ আন্দোলনে সম্পৃক্ত হতে শুরু করেছে। এই অবৈধ সরকার জোর করে আর ক্ষমতায় থাকতে পারবে না। অতি দ্রুত চূড়ান্ত আন্দোলন শুরু হবে।

বিজ্ঞাপন

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর বাংলাবাজার এলাকায় উত্তর জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে আবদুল্লাহ আল নোমান এসব কথা বলেন। এরপর নগরীর বায়েজিদ লিংক রোডের বাংলাবাজার মোড় থেকে সাউদার্ন ইউনিভার্সিটি পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হয়।

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করা, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠাসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নোমান।

সর্বস্তরের জনগণ সরকার পতনের আন্দোলনে সম্পৃক্ত হতে শুরু করেছে জানিয়ে আবদুল্লাহ আল নোমান বলেন, ‘কোনো স্বৈরশাসক স্বেচ্ছায় ক্ষমতা থেকে সরে আসে না, এই সরকারও স্বেচ্ছায় পদত্যাগ করবে না। আন্দোলনের মাধ্যমে ক্ষমতা ছাড়তে বাধ্য করতে হবে। সর্বস্তরের জনগণ আন্দোলনে সম্পৃক্ত হতে শুরু করেছে। রাজপথের আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ত্বরান্বিত করতে হবে।’

বিজ্ঞাপন

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘সব নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম জনগণের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। জনগণ এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। এই সরকারের পতন অনিবার্য।’

সভাপতির বক্তব্যে উত্তর জেলা বিএনপির আহবায়ক গোলাম আকবর খোন্দকার বলেন, ‘আজকের পদযাত্রা কর্মসূচিসহ বিএনপির প্রত্যেক কর্মসূচিতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে বিএনপির নিয়মতান্ত্রিক আন্দোলন জোরদার হতে শুরু করেছে। এই অবৈধ সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না। এই সরকারের আমলে পতন না হওয়া পর্যন্ত নেতাকর্মী ও জনগণ রাজপথ ছেড়ে যাবে না।’

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া, উত্তর জেলার যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, ইউনুস চৌধুরী, নূর মোহাম্মদ, নুরুল আমিন চেয়ারম্যান, বেলায়েত হোসেন, সরোয়ার আলমগীর, কাজী সালাউদ্দিন ও আজিম উল্লাহ বাহার।

বিজ্ঞাপন

এদিন বিকেলে বোয়ালখালী উপজেলার আরাকান সড়কের মিলিটারী পুল এলাকায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত পদযাত্রা হয়েছে। এর আগে, এক সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য নানারকম ষড়যন্ত্র ও চক্রান্ত করছে। সর্বশেষ তার একজন অখ্যাত সাচ্চা কর্মীকে দেশের রাষ্ট্রপতি বানিয়েছেন। যিনি অতীতে ভালো কোনো অবদান রাখেন নাই। তিনি দুর্নীতি দমন কমিশনের কমিশনার ছিলেন। তিনি সেখানে আওয়ামী লীগের দুর্নীতিবাজ সবাইকে পরিষ্কার করে দিয়েছেন। সেজন্য শেখ হাসিনা তার প্রতি আস্থা রেখেছেন।’

‘কিন্তু দেশের জনগণ এ ধরনের রাষ্ট্রপতিকে মেনে নেয়নি। নিশিরাতের সংসদে কাকে রাষ্ট্রপতি বানালো সেটা নিয়ে বিএনপির কোনো মাথা ব্যাথা নেই। আমাদের দাবী একটাই। সেটা হলো শেখ হাসিনাকে পদত্যাগ করতেই হবে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। দেশের মানুষ আজ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ।’

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে পদযাত্রার সমাবেশে আরও বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, দক্ষিণ জেলার সদস্য সচিব মোস্তাক আহমেদ খান, আহ্বায়ক কমিটির সদস্য এনামুল হক এনাম, আব্দুল গাফ্ফার চৌধুরী, এম মঞ্জুর উদ্দিন চৌধুরী ও আনোয়ার হোসেন লিপু।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইসি/এনএস

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন