বিজ্ঞাপন

চাঁদ দেখা যেতে পারে শুক্রবার: আবহাওয়া অধিদফতর

April 19, 2023 | 4:46 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: আগামী শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যেতে পারে। শাওয়াল মাসের চাঁদের স্থানাঙ্ক করে এ তথ্য দিয়েছে আবহাওয়া অধিদফতর। ওইদিন চাঁদ দেখা গেলে মুসলমান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ-উল ফিতর শনিবার (২২ এপ্রিল) অনুষ্ঠিত হওয়ার কথা।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, ২০ এপ্রিল থেকে ২২ এপ্রিল পর্যন্ত সূর্যাস্তের সময় রাজধানী ঢাকার স্থানাঙ্কে বলা হয়েছে, আগামী ২১ এপ্রিল সূর্যাস্তের সময় চন্দ্র তিথির দ্বিতীয়া। ওই সময় চাঁদের বয়স হবে ৩ হাজার ৪০৫ দিন। শুক্রবার (২১ এপ্রিল) চাঁদ দেখার নির্ধারিত সময় ৬টা ২৫ থেকে ৭টা পর্যন্ত। সান্ধ্যকালীন চাঁদের স্থায়িত্ব হবে ৫৩ মিনিট ৮ সেকেন্ড।

এ প্রসঙ্গে আবহাওয়াবিদ বজলুর রশিদ সারাবাংলাকে বলেন, ‘চাঁদের স্থানাঙ্কের হিসাব অনুযায়ী শুক্রবার (২১ এপ্রিল) দেশের আকাশে চাঁদ দেখা যেতে পারে।’

তিনি আরও বলেন, ‘এ সময় আবহাওয়ায় কিছুটা পরিবর্তন আসবে। দেশের কোথাও কোথাও সামান্য বৃষ্টিপাত হতে পারে। তবে সারাদেশে তাপমাত্রা বাড়তি থাকবে।’

বিজ্ঞাপন

এবার রমজান মাস ২৯ দিন হওয়ার কথা। সে হিসেবে শুক্রবার (২১ এপ্রিল) শাওয়াল মাসের চাঁদ যদি দেখা যায় তাহলে পরের দিন শনিবার (২২ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হওয়ার কথা।

এদিকে ঈদুল ফিতর উদযাপনের তারিখ নির্ধারনে আগামী শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররমে বৈঠক অনুষ্ঠিত হবে। জাতীয় চাঁদ দেখা কমিটি দেশের ৬৪ জেলা প্রশাসকের নেতৃত্বে থাকা জেলা চাঁদ দেখা কমিটির কাছ থেকে তথ্য নেওয়ার পর চাঁদ দেখার সিন্ধান্ত জানানো হয়। কমিটির সদস্য সচিব হিসেবে থাকেন ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা। আর এ কমিটির সভাপতি থাকেন ধর্ম প্রতিমন্ত্রী।

উল্লেখ্য, ইসলামী শরিয়ত অনুযায়ী চন্দ্র মাস শুরু হওয়ার ক্ষেত্রে খালি চোখে চাঁদ দেখার শর্ত রয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/ইআ

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন