বিজ্ঞাপন

গাছ না কেটে উপায় ছিল না: মেয়র তাপস

May 10, 2023 | 3:33 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: ধানমন্ডির সাতমসজিদ রোডে সড়ক উন্নয়নকাজের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গাছ কাটা নিয়ে টানা আন্দোলন করছেন পরিবেশকর্মীরা। তাদের অভিযোগ, ইতোমধ্যে ৬০০ গাছ কাটা হয়েছে এই এলাকায়। এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস দাবি করেছেন, তারা নিরুপায় হয়ে গাছ কেটেছেন।

বিজ্ঞাপন

বুধবার (১০ মে) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি ‘ঐতিহ্যবলয়’ তৈরির কার্যক্রম পরিদর্শন করেন।

কারও সঙ্গে কোনো পরামর্শ না করে পরিকল্পনা ছাড়াই গাছ কাটা হয়েছে কিনা এমন এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘অনেকে ঢালাওভাবে অনেক কথা বলে। কিন্তু আমরা আসলে গাছ তখনই কাটি, যখন আর উপায় থাকে না। উন্নয়নের কাজে অনেকসময় গাছ ফেলে দিতে হয়, গাছ কেটে ফেলতে হয় যা অত্যন্ত দুঃখজনক। আমার মেয়াদের তিন বছর হচ্ছে। এরই মাঝে প্রায় দুই লাখ গাছ আমরা লাগিয়েছি। আমরা চাই একটি সুন্দর ঢাকা। তাই যে গাছগুলোকে ফেলে দিতে হয়েছে বা কেটে ফেলতে হয়েছে, সেই জায়গায় আমরা অন্য গাছ অবশ্যই লাগাবো।’

‘কোন পরিকল্পনাবিদের পরামর্শ ছাড়া আমরা গাছ কাটছি এটি বললে, ভুল বা ঢালাওভাবে বলা হবে। আমাদের নিজস্ব তিনজন নগর পরিকল্পনাবিদ রয়েছেন। আমরা যেকোন কাজই আমরা বিভিন্ন পরামর্শক, স্থপতি, নগর পরিকল্পনাবিদের সঙ্গে কথা বলেই করি। যেমন ঢাকার ঐতিহ্যবলয় নিয়ে আমরা ইতিহাসবিদের সঙ্গে সমন্বয় করে কাজ করছি। পরিকল্পনা কেউ দেখে না। নেপথ্যে অনেক কাজ করে আমরা যখন কাজে নামি তখন মানুষ দেখে। আমরা অত্যন্ত দুঃখিত যে গাছগুলো কাটতে হয়েছে। আমরা চেষ্টা করেছি, যতটুকু রাখা যায়। নিতান্তই রাখা যায়নি দেখেই গাছগুলো কেটে ফেলা হয়েছে। সেখানে আরও অনেক বেশি গাছ লাগানো হবে’, বলেন মেয়র তাপস।

বিজ্ঞাপন

গাছ লাগানোর ক্ষেত্রে দেশি প্রজাতি প্রধান্য পাবে জানিয়ে মেয়র বলেন, ‘এ যাবৎ আমরা যত গাছ লাগিয়েছি, তার সবই দেশি। আজ সকালেই শহিদ মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম হোসেনের নামে কাঁটাবনে সামাজিক অনুষ্ঠান কেন্দ্রের নামকরণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করে একটি কৃষ্ণচূড়া গাছ লাগানো হয়েছে। আদি বুড়িগঙ্গার পাশ দিয়ে আমরা লক্ষাধিক গাছ লাগাবো। এছাড়া আমাদের খাল উন্নয়নের যে প্রকল্প পাশ হয়েছে সেখানেও আমরা লক্ষাধিক গাছ লাগাবো। সুতরাং ঢাকাকে সবুজ-শ্যামল করার জন্য আমাদের পরিকল্পনা রয়েছে।’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বৃক্ষরোপণ কর্মসূচির বিস্তারিত তুলে ধরে মেয়র বলেন, ‘ধানমন্ডির ওই সড়ক বিভাজক ছাড়াও পুরো ঢাকাব্যাপি গাছ লাগানোর পরিকল্পনা আছে। আসন্ন বর্ষা মৌসুমে আমরা প্রায় দশ হাজারের মতো গাছ লাগাবো। বৃক্ষরোপণ একটি চলমান প্রক্রিয়া, গাছ আমরা লাগিয়েই যাবো। ঢাকাকে সুন্দর একটি নগরীতে পরিণত করব।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘গাছ কাটা নিয়ে কেউ কেউ মর্মাহত হতেই পারে। এটি ওনাদের আবেগের বিষয়। কিন্তু আমাদের তো কাজ চালিয়ে যেতে হবে। প্রয়োজনে গাছ কাটতে হবে। সেখানে নতুন করে আরও তিনগুণ বেশি গাছ লাগানো হবে।’

আরও পড়ুন: ঢাকামুখী পর্যটন শিল্প গড়ে তুলতে চাই: মেয়র তাপস

সারাবাংলা/আরএফ/এমও

Tags: , , , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন