বিজ্ঞাপন

৪৫ ওভারের ম্যাচে আগে ফিল্ডিংয়ে বাংলাদেশ

May 12, 2023 | 5:38 pm

স্পোর্টস ডেস্ক

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি বৃষ্টিতে ভেসে যায়। দ্বিতীয় ম্যাচ মাঠে গড়ানোর আগেই বৃষ্টির বাগড়া। নির্ধারিত সময়ে টস অনুষ্ঠিত হয়নি। বৃষ্টি থামার পর বাংলাদেশ সময় ৫টা ৩০ মিনিটে টস অনুষ্ঠিত হয়। বৃষ্টির কারণে পাঁচ ওভার কমিয়ে ৪৫ ওভার করা হয়েছে।

বিজ্ঞাপন

চেমসফোর্ডে দ্বিতীয় ম্যাচে টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। বাংলাদেশ অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে।

এর আগে সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় আয়ারল্যান্ডের সরাসরি ভারত বিশ্বকাপে খেলার স্বপ্নও শেষ হয়ে যায়। আইরিশদের জায়গায় ওয়ানডে বিশ্বকাপে সরাসরি সুযোগ পায় দক্ষিণ আফ্রিকা। এবার সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ।

সিরিজের প্রথম ম্যাচটি ছিল ২৪ বছর পর প্রথম আন্তর্জাতিক ম্যাচ। সবশেষ ১৯৯৯ সালের মে মাসে বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে।

বিজ্ঞাপন

ঘরের মাঠে সর্বশেষ খেলা ওয়ানডে থেকে একদশে দুটি বদল এনেছে তামিম ইকবালের দল। চোটের কারণে এই সিরিজে না থাকা তাসকিন আহমেদের বদলে খেলছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। নাসুম আহমেদের বদলে এই সিরিজে স্কোয়াডে এসে একাদশেও আছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।

তিনটি পেস আক্রমণের পাশাপাশি তিনজন বিশেষজ্ঞ স্পিনার আছে বাংলাদেশের। সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ অলরাউন্ডার হওয়ায় সাতজন ব্যাটার নিয়েও খেলার সুবিধা পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ একাদশ

বিজ্ঞাপন

তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, ইবাদত হোসেন।

আয়ারল্যান্ড একাদশ

অ্যান্ডি বলবার্নি (অধিনায়ক), মার্ক এডেয়ার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, স্টিফেন ডোহেনি, গ্রাহাম হিউম, জশ লিটল, অ্যান্ডি ম্যাকব্রাইন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন