বিজ্ঞাপন

বার্সা পাচ্ছে ‘গার্ড অব অনার’

May 9, 2018 | 4:50 pm

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদ লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ না দিলেও এই সম্মাননা দিতে সম্মতি জানিয়েছে ভিয়ারিয়াল। গত ডিসেম্বরে ক্লাব বিশ্বকাপ জয়ের পর বার্সা তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালকে সম্মান দেখায়নি বলে রোনালদো-বেল-বেনজেমারা সম্মান জানায়নি মেসি-সুয়ারেজ-ইনিয়েস্তাদের।

এল ক্লাসিকোর ম্যাচে বার্সার ঘরের মাঠে আতিথ্য নিয়েছিল রিয়াল। ম্যাচ শেষে বার্সার তারকা জেরার্ড পিকের আহবানে ক্লাবের কর্মকর্তারা গার্ড অব অনার দেন ফুটবলারদের।

২৯ এপ্রিল দেপোর্তিভো লা করুনাকে হারিয়ে চার ম্যাচ হাতে রেখে চলতি মৌসুমের লিগ শিরোপা নিশ্চিত করে বার্সা। স্প্যানিশ ফুটবলের রীতি অনুযায়ী কোনো দল আগেই শিরোপা নিশ্চিত করলে, অবশিষ্ট ম্যাচগুলোতে তাদের গার্ড অব অনার দিয়ে সম্মান জানায় প্রতিপক্ষরা।

বিজ্ঞাপন

চলতি মৌসুমে লিগে লেভান্তে ও রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে আরও দুটি ম্যাচ আছে মেসি অ্যান্ড কোংয়ের। শেষ তিন ম্যাচে হার এড়াতে পারলেই ৩৮ ম্যাচের লা লিগায় প্রথম দল হিসেবে অপরাজিত চ্যাম্পিয়ন হবে বার্সা।

বুধবার (৯ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ১২টায় বার্সার মাঠ ক্যাম্প ন্যুতে আতিথ্য নেবে ভিয়ারিয়াল। লিগে টেবিলের ছয়ে থাকা ভিয়ারিয়াল এই ম্যাচের আগে স্বাগতিকদের গার্ড অব অনার প্রদান করবে। ২০০৯-১০ মৌসুমে বার্সা ক্লাব বিশ্বকাপ জয়ের পরও তাদের গার্ড অব অনার দিয়েছিল ভিয়ারিয়াল। সেই সময় ভিয়ারিয়ালের কোচ ছিলেন বর্তমানে বার্সার দায়িত্বে থাকা আরনেস্টো ভালভারদে।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন