বিজ্ঞাপন

ইতালির কোচিং করাতে চান পিরলো

May 9, 2018 | 6:29 pm

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্ব থেকে বিদায় নেওয়ার পর কোচ নেই ইতালির। ভালো কোনো কোচ খুঁজছে আজ্জুরিরা। এসি মিলানের সাবেক কোচ কার্লো আনচেলত্তি ইতালিয়ানদের দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়েছেন। প্রধান কোচের দৌড়ে এগিয়ে রবার্তো মানচিনি। কোচের দায়িত্ব পেলে তার সঙ্গে সহকারী হিসেবে কে কাজ করবেন সেটা জানা যায়নি।

তবে, এরই মধ্যে নিজ দেশের জাতীয় দলের কোচিং স্টাফদের সাথে যোগ দিতে নিজের আগ্রহের কথা প্রকাশ করেছেন অবসরে যাওয়া ইতালিয়ান তারকা আন্দ্রে পিরলো।

৩৮ বছর বয়সী পিরলো জানান, ‘আমি ইতালিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের কমিশনার আলেসান্দ্রোর সঙ্গে কথা বলেছি। সে আমার খুব ভালো বন্ধু। তার সাথে আমার প্রায় দেখা হয়। এখানে যদি কাজের সুযোগ থাকে তবে সেটা হবে দারুন বিষয়। আমি জাতীয় দলের কোচিং স্টাফে কাজ করতে চাই। যদি এমন সুযোগ হয় সেটা হবে দারুণ কিছু। তবে, এটা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অনেক সময় আছে। আমি যদিও এখনও কোচিং স্টাফে যাওয়ার মতো অভিজ্ঞ হইনি। তবে, জাতীয় দলে কাজ করার সুযোগ পেলে সেটা মন্দ হবে না।’

বিজ্ঞাপন

২০০৬ সালের বিশ্বকাপ জয়ী জুভেন্টাস ও এসি মিলানের সাবেক এই তারকা আরও জানান, ‘ইতালির নীল জার্সি সবসময়ই আমাকে কাছে টানে। বুট তুলে রাখার পরে আমার অনেক সতীর্থই কোচিংকে ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছে। যা দেখে আমি নিজেও বেশ অনুপ্রাণীত। কার্লো আনচেলত্তির সঙ্গে আমার কথা হয়েছে। আমরা একসাথে কোচিং করার সম্ভাবনার বিষয়টি নিয়ে কথা বলেছিলাম। যদিও বিষয়টি এখনও বিবেচনাধীন।’

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন