বিজ্ঞাপন

লোহিত সাগরে হামলায় ইরান জড়িত: যুক্তরাষ্ট্র

December 23, 2023 | 11:40 am

আন্তর্জাতিক ডেস্ক

লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের হামলায় ইরানের সরাসরি সংশ্লিষ্টতার অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২২ ডিসেম্বর) হোয়াইট হাউজ জানিয়েছে, তাদের হাতে হুতিদের হামলায় ইরানের সংশ্লিষ্টতার বিষয়ে গোয়েন্দা তথ্য আছে।

বিজ্ঞাপন

হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন এক বিবৃতিতে বলেছেন, হুতিদের এই বেপরোয়া আচরণের পেছনে প্রধান ইন্ধনদাতা ইরান। তারা এসব আক্রমণে উৎসাহিত করছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, হুতিদের আক্রমণ থেকে লোহিত সাগরের এ সমুদ্র পথটিকে নিরাপদ রাখতে ইতোমধ্যে মার্কিন নেতৃত্বাধীন জোটের দুটি যুদ্ধ জাহাজ টহল শুরু করেছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) থেকে জাহাজ দুটি টহল শুরু করে।

তবে ইরান সমর্থিত হুতি গোষ্ঠী জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা বন্ধ না হলে তাদের এ আক্রমণ অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

এদিকে লোহিত সাগরে পণ্যবাহী জাহাজে তাদের এ হামলার প্রভাব পড়ছে বিশ্ব পণ্য পরিবহনে। এই রুটে যাতায়াত করে বিশ্বের প্রায় ৩০ শতাংশ কন্টেইনার জাহাজ। চলমান উত্তেজনার ফলে বৈশ্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে।

আরও পড়ুন: লোহিত সাগরে নিরাপত্তাহীনতায় বাড়তে পারে তেলের দাম

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন