বিজ্ঞাপন

চট্টগ্রামে পৃথক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

January 15, 2024 | 5:31 pm

স্টাফ করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে একটি দুর্ঘটনা ঘটেছে নগরীর আকবরশাহ থানা এলাকায় এবং আরেকটি সীতাকুণ্ড উপজেলায়।

বিজ্ঞাপন

সোমবার (১৫ জানুয়ারি) ভোরে সীতাকুন্ডের ভানুবাজার এলাকার পোর্ট-লিংক কন্টেইনার ডিপোর ভেতরে কন্টেইনার হ্যান্ডলিং গাড়ির চাপায় এক শ্রমিক আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

মৃত ওই শ্রমিকের নাম মো. সালাউদ্দীন (৫২)। তার বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায়।

সীতাকুন্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন সারাবাংলাকে জানান, ডিপোর ভেতরে কাজ করার সময় একটি কালমার গাড়ির চাপায় ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। গাড়িটি পুলিশ জব্দ করেছে। চালকও আটক আছে।

বিজ্ঞাপন

সালাউদ্দিনের ছোট ভাই মোসলেহ উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘আমার বড় ভাই ডিপোর ভেতরে একটি পেট্রোল পাম্পে কাজ করত। আজ (সোমবার) ভোরে একটি কন্টেইনার হ্যান্ডলিং গাড়িতে সে তেল দিচ্ছিল।’

‘কিন্তু চালক তাকে খেয়াল না করেই গাড়ি পেছন দিয়ে চালিয়ে নেওয়ার সময় তাকে চাপা দেয়। পরে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে মেডিকেলে আনলেও তাকে আর বাঁচানো যায়নি। তিনি আমার সঙ্গে থাকতেন। তার লাশ এখনও মেডিকেলে আছে। চেষ্টা করছি ময়নাতদন্ত ছাড়া লাশ পেতে।’

এদিকে সোমবার সকালে আকবরশাহ থানার কর্ণেলহাট এলাকায় রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় ৬৫ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মৃত ওই বৃদ্ধার নাম পরীজান বিবি। তার বাড়ি ওই এলাকায়।

বিজ্ঞাপন

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রাব্বানী সারাবাংলাকে বলেন, ‘সকালে রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। কিন্তু এখনও গাড়ি বা গাড়ি চালককে আটক করতে পারিনি। সেটা কি গাড়ি ছিল আমরা এখনও নিশ্চিত হতে পারিনি।’

সারাবাংলা/আইসি/ইআ

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন