বিজ্ঞাপন

কুবিতে কিশোরগঞ্জ জেলা সমিতির নবীনবরণ অনুষ্ঠিত

March 22, 2024 | 12:54 pm

কুবি করেসপন্ডেন্ট

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কিশোরগঞ্জ জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২১ মার্চ) বিকাল চারটায় বিজ্ঞান অনুষদের হল রুমে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় অতিথিরা বিশ্ববিদ্যালয়ের ১৬তম ও ১৭তম আর্বতনের শিক্ষার্থীদের ফুল ও বই দিয়ে বরণ করেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আরিফুল ইসলামের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি নবীন শিক্ষার্থীদের উপহার হিসেবে দেওয়া হয়।

এর আগে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন সংগঠনের সভাপতি ইকরাম হোসেন এবং সাধারণ সম্পাদক রবি চন্দ্র দাস। অনুষ্ঠানে বৃহত্তর ময়মনসিংহ কল্যাণ সমিতি, কুমিল্লার সভাপতি প্রফেসর ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ ও সাধারণ সম্পাদক মো.আলম উপস্থিত ছিলেন। এছাড়াও কুমিল্লার অতিরিক্ত জেলা জজ মো.জাহাঙ্গীর, বাংলা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকী, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক জিল্লুর রহমান এবং প্রফেসর ডা. আজিজুর রহমান উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত আলোচনায় প্রফেসর ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ বলেন, ‘বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার মাধ্যমে আমরা জীবনের নতুন অধ্যায় শুরু করি। আমাদের ভবিষ্যৎ লক্ষ্য কী সেটা আমাদের এখন নির্ধারণ করতে হবে। সেজন্য এই সময়টাকে আমাদের নিজেদের, পরিবারের কথা চিন্তা করতে হবে। আমরা যদি বড় কিছু দিয়ে শুরু করতে যাই তাহলে হোঁচট খাওয়ার সম্ভাবনা থাকে। তাই ছোট কিছু দিয়ে শুরু করা উচিত। তবেই সফলতা আসবে।’

বিজ্ঞাপন

অধ্যাপক ড.মুহাম্মদ শামসুজ্জামান মিলকী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আপনাদের কাছে আমার একটাই প্রত্যাশা থাকবে আপনারা কখনোই কিশোরগঞ্জের সুনাম ক্ষুণ্ন করবেন না। সবসময় কিশোরগঞ্জের সুনাম ধরে রাখবেন।’

গণিত বিভাগের সহযোগী অধ্যাপক জিল্লুর রহমান বলেন, ‘‘এ বছর নবীন শিক্ষার্থীদের ফুল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই উপহার দেওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের বরণ করা হয়। এছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রায় ২৫ জন এতিমদের জন্য ইফতার আয়োজন করি।’’

তিনি আরও বলেন, একজন সচেতন নাগরিক হিসেবে সবার ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি পড়া উচিত। আমাদের উচিত বঙ্গবন্ধুর জীবন ও কর্ম হৃদয়ে ধারণ করা এবং তা আমাদের কর্মের মাধ্যমে প্রতিফলন ঘটানো। তাহলেই একটি স্মার্ট সোনার বাংলা গঠন করা সম্ভব হবে। প্রতিটি কাজে গরীব ও অসহায়দের পাশে থেকে আমরা যেন মানবিক মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারি।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, সংগঠনটি প্রথমবারের মতো এতিম শিশুদের নিয়ে ইফতার আয়োজন করে। এ সময় বিশ্ববিদ্যালয়ের ১৫তম আবর্তন শিক্ষার্থী তানভীর আহমেদ সাজন এবং আশা আক্তার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সবশেষে সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সভাপতি ইকরাম হোসেন।

সারাবাংলা/এনএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন