বিজ্ঞাপন

টুইটার অ্যাকাউন্ট ফিরে পেতে ট্রাম্পের তোড়জোড়

October 2, 2021 | 5:33 pm

আন্তর্জাতিক ডেস্ক

স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া টুইটার অ্যাকাউন্ট পুনরায় সচল করে দিতে টুইটার কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টির জন্য ফ্লোরিডার ডিস্ট্রিক্ট কোর্টের ফেডারেল বিচারকের শরণাপন্ন হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিজ্ঞাপন

শনিবার (২ অক্টোবর) এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

চলতি বছরের জুলাইয়ে মিয়ামির একটি আদালতে টুইটার, ফেসবুক, অ্যালফাবেট এবং তাদের প্রধান নির্বাহীদের বিরুদ্ধে অবৈধভাবে অ্যাকাউন্ট বন্ধ করার অভিযোগ জানিয়েছিলেন ট্রাম্প। প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীতে যুক্ত করা বাকস্বাধীনতার অধিকার লঙ্ঘনের অভিযোগ আনেন তিনি।

টাম্প আরও দাবি করেন, তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের চাপে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছিল।

বিজ্ঞাপন

এর আগে, জানুয়ারিতে ক্যাপিটল ভবনে দাঙ্গার পর সামাজিক প্ল্যাটফর্মগুলো থেকে ট্রাম্পের অ্যাকাউন্ট বাতিল করে দেওয়া হয়। মূলত ওই তাণ্ডবে মদত দেওয়ার কারণ দেখিয়ে জননিরাপত্তার স্বার্থে ট্রাম্পের এসব অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেওয়া হয়।

এ ব্যাপারে রয়টার্সের পক্ষ থেকে টুইটারের মন্তব্য জানতে চাইলে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

সারাবাংলা/একেএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন