বিজ্ঞাপন

সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনে ব্যর্থতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

February 11, 2018 | 2:42 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, ‘সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ব্যর্থতা নেই।’

তিনি বলেন, ‘হাইকোর্টের নির্দেশনা মোতাবেক র‌্যাব বাহিনী সাগর-রুনির হত্যার রহস্য উদঘাটনের বিষয়ে কাজ করে যাচ্ছে। র‌্যাব ডিএনএ নিয়ে কাজ করছে। আশা করছি, শিগগিরই আমরা এ বিষয়ে তথ্য দিতে পারব।’

রোববার দুপুরে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

বিজ্ঞাপন

‘কবে নাগাদ সাগর রুনি হত্যার রহস্য বিষয়ে তথ্য দেওয়া সম্ভব হবে’ সাংবাদিকরা এমন প্রশ্ন করলে স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি এড়িয়ে যান।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবাস সম্পর্কে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া দুইবারের প্রধানমন্ত্রী এবং একজন বিশেষ ব্যক্তিত্ব। তার সামাজিক মর্যাদার কথা বিবেচনা করে, যে ধরনের ব্যবস্থা নেওয়ার কথা আমরা আনঅফিসিয়াললিও সেটা করেছি। অফিসিয়ালটি আজ কোর্টের নির্দেশনা আসছে, এরইমধ্যে সেগুলো বাস্তবায়ন করা হয়েছে। যদি আরো কিছু নির্দেশনা আসে তাও করা হবে।’

খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তিনি কেন অটো ডিভিশন পেলেন না, এক্ষেত্রে কেন আদালতের দ্বারস্থ হতে হলো? এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আদালত রায় দিয়েছেন, রায়ে অনেক কিছু রয়েছে, সেগুলো পড়লে সব বোঝা যাবে।’

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়া কিংবা নাশকতার কোনো ধরনের আশঙ্কা নেই। নিরাপত্তার স্বার্থেই সব ধরনের প্রস্তুতি আমরা নিয়েছি। অন্যান্য বছরের মতো এবারও মানুষ নির্বিঘ্নে দিনটি পালন করতে পারবে।’

সারাবাংলা/জিএস/একে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন