বিজ্ঞাপন

আধুনিক হচ্ছে বিমান

January 4, 2018 | 12:42 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

আধুনিক হচ্ছে বাংলাদেশ বিমান। সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে এ বছর নতুন দুটি উড়োজাহাজ বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার যোগ হচ্ছে বিমানের বহরে। বিমানটি ৪৩ হাজার ফুট উপর দিয়ে উড়ার সময় ২৭১ যাত্রী পাবেন ওয়াইফাই সুবিধা। কথা বলতে পারবেন বিশ্বের যেকোনো প্রান্তে। থাকবে অনলাইন কেনাকাটার সুবিধা ও ডিউটি ফ্রি শপ সুবিধা। এছাড়াও, আধুনিক উড়োজাহাজের সব সুবিধাই থাকবে নতুন এই বহরে।

এছাড়া, বিমান নতুন রুট শুরু করতে যাচ্ছে। নতুন রুটে আছে চীনের গুয়াংজু, কলম্বো ও মালে। বিমান এখন ১৫টি আন্তর্জাতিক ও ৭টি অভ্যন্তরীণ ষ্টেশনে ফ্লাইট পরিচালনা করছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিমান পা দিয়েছে ৪৬ বছরে। এ উপলক্ষ্যে প্রতিষ্ঠানটির জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক শাকিল মেরাজ বলেন, গত অর্থবছরে বিমানের নিট মুনাফা ৪৭ কোটি টাকা। আর রাজস্ব এসেছে ৩শ ৮১ কোটি টাকা। গত অর্থবছরে বিমান যাত্রী পরিবহন করেছে ২৩ লাখ ৫১ হাজার আর কার্গো পরিবহন করেছে ৩৩ হাজার ৫শ ৪২ মে: টন। জন্মদিন উপলক্ষ্যে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে বিমান।

বিজ্ঞাপন

 

সারাবাংলা/ইউজে/জেএএম

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন