বিজ্ঞাপন

এই আসরে সর্বোচ্চ, বিপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ

January 19, 2019 | 8:58 pm

।। স্পোর্টস ডেস্ক ।।

বিজ্ঞাপন

বিপিএলের ষষ্ঠ আসরের ২২তম ম্যাচে খুলনা টাইটান্সের বিপক্ষে চিটাগং ভাইকিংস নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে তুলেছে ২১৪ রান। যা চলমান আসরের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। আর মাত্র ৪টি রান হলেই বিপিএলের ইতিহাস সর্বোচ্চ দলীয় সংগ্রহে নাম লেখাতে পারতো মুশফিকের ভাইকিংস।

২০১৩ সালের আসরে মিরপুরে রংপুর রাইডার্সের বিপক্ষে ঢাকা ডায়নামাইটস ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে তুলেছিল ২১৭ রান। যা এখনও বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। আজ সিলেটের মাঠে ভাইকিংসের ইনিংস এই তালিকায় দুইয়ে অবস্থান নিয়েছে।

এছাড়া, ২১৩ পেরুনো আরও কয়েকটি ইনিংস আছে। ২০১৩ আসরে চট্টগ্রামে বরিশালের বিপক্ষে রাজশাহী ৬ উইকেটে তুলেছিল ২১৩ রান। ২০১৭ সালে বন্দরনগরীতে রাজশাহী কিংসের বিপক্ষে খুলনা ৫ উইকেটে তুলেছিল ২১৩ রান। চিটাগংয়ের নামের পাশে আছে ২১১/৫, ২০৬/৪ রানের আরও দুটি ইনিংস। বরিশাল ২০৯/৭, রংপুর ২০৬/১, সিলেট ২০৫/৬ রানের দলীয় সংগ্রহ গড়েছিল। ঢাকার নামের পাশে আছে ২০৮/৫, ২০৫/৫, ২০৪/৪, ২০২/৫, ২০২/৭ আর ২০১/৭ রানের দলীয় সংগ্রহ।

বিজ্ঞাপন

বিপিএলের চলতি আসরে আজকের ম্যাচে চিটাগং ভাইকিংসের হয়ে আফগান ওপেনার মোহাম্মদ শাহজাদ ১৭ বলে ৩৩, ক্যামেরুন দেলপোর্ট ১২ বলে ১৩, ইয়াসির আলি ৩৬ বলে ৫৪, মুশফিকুর রহিম ৩৩ বলে ৫২, দাসুন শানাকা ১৭ বলে অপরাজিত ৪২ আর নাজীবুল্লাহ জাদরান ৫ বলে অপরাজিত ১৬ রান করেন।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন